Advertisment

ICC Cricket World Cup 2019: ভারত-ম্যাচ জিততে সানিয়াদের সান্নিধ্যের 'লোভ' পাক ক্রিকেটারদের

পাকিস্তানি ক্রিকেটাররা স্ত্রী-দের সান্নিধ্যে থাকলে পারফরম্যান্সে মন দিতে পারবেন না, এমন অজুহাতে শুরুতেই স্ত্রী-দের সঙ্গে থাকার উপরে প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sania Mirza and Shoaib Malik_759

সানিয়া মির্জা ও শোয়েব মালিক (টুইটার)

বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারদের স্ত্রী-দের সান্নিধ্যে থাকতে পারবেন না বলে আগেই ফতোয়া জারি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটারদের নাছোড় মনোভাবের পরিপ্রেক্ষিতে অবস্থান বদলাতে বাধ্য হল পিসিবি। জানিয়ে দেওয়া হল স্ত্রী-র সঙ্গে থেকেই বিশ্বকাপে খেলতে পারবেন সরফরাজ আহমেদরা। তবে তাঁদের পূরণ করতে হবে একটি শর্ত! ভারতের বিরুদ্ধে ম্য়াচের পরেই একমাত্র স্ত্রী-দের সঙ্গে থাকার অনুমতি পাবেন ক্রিকেটাররা।

Advertisment

অদ্ভূত হলেও ক্রিকেটারদের উপরে এমনই শর্ত চাপাল পাকিস্তান। এমনিতে পাকিস্তানি ক্রিকেটাররা স্ত্রী-দের সান্নিধ্যে থাকলে পারফরম্যান্সে মন দিতে পারবেন না, এমন অজুহাতে শুরুতেই স্ত্রী-দের সঙ্গে থাকার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আরও পড়ুন

ICC Cricket World Cup 2019: বোল্টের সুইংয়ে শুরুতেই কাত ভারত, বিশ্বকাপে ভয়াবহ সূচনা ভারতের

পিসিবির বক্তব্য, নারীসঙ্গের কারণেই সাম্প্রতিককালে ক্রিকেটারদের পারফরম্যান্সে এই করুণ দশা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে আরব আমিরাতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান ইংল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে ৪-০ ব্যবধানে। শুধু তাই নয়। আফগানিস্তানের কাছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খেয়ে হার হজম করতে হয়েছে পাক ক্রিকেটারদের।

তারপরেই পিসিবি যথেষ্ট কড়া হয়ে জানিয়ে দিয়েছিল, স্ত্রী-সঙ্গ বাদ দিয়েই বাইশ গজে নামতে হবে। এরপরেই অদ্ভূতভাবে ভারত-ম্যাচের টোপ দেখানো হয়। যা শুনে রীতিমতো বিস্মিত ক্রিকেট মহল। এমন শর্তের ব্যাখ্যা একটাই- ভারতের বিরুদ্ধে জিতলে তবেই নারী-সঙ্গের অনুমতি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। না হলে হয়তো ফের নিষেধাজ্ঞা চাপবে।

তাই এমন-ই টোপ দেখিয়ে ক্রিকেটারদের ভারত ম্যাচে নামাতে চাইছে পাকিস্তান। এই শর্তে বিরাট কোহলিদের বিরুদ্ধে ১৬ তারিখে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরতে পারবেন পাক ক্রিকেটাররা, সেটাই আপাতত দেখার।

pakistan ICC Cricket World Cup
Advertisment