বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারদের স্ত্রী-দের সান্নিধ্যে থাকতে পারবেন না বলে আগেই ফতোয়া জারি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটারদের নাছোড় মনোভাবের পরিপ্রেক্ষিতে অবস্থান বদলাতে বাধ্য হল পিসিবি। জানিয়ে দেওয়া হল স্ত্রী-র সঙ্গে থেকেই বিশ্বকাপে খেলতে পারবেন সরফরাজ আহমেদরা। তবে তাঁদের পূরণ করতে হবে একটি শর্ত! ভারতের বিরুদ্ধে ম্য়াচের পরেই একমাত্র স্ত্রী-দের সঙ্গে থাকার অনুমতি পাবেন ক্রিকেটাররা।
অদ্ভূত হলেও ক্রিকেটারদের উপরে এমনই শর্ত চাপাল পাকিস্তান। এমনিতে পাকিস্তানি ক্রিকেটাররা স্ত্রী-দের সান্নিধ্যে থাকলে পারফরম্যান্সে মন দিতে পারবেন না, এমন অজুহাতে শুরুতেই স্ত্রী-দের সঙ্গে থাকার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আরও পড়ুন
পিসিবির বক্তব্য, নারীসঙ্গের কারণেই সাম্প্রতিককালে ক্রিকেটারদের পারফরম্যান্সে এই করুণ দশা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে আরব আমিরাতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান ইংল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে ৪-০ ব্যবধানে। শুধু তাই নয়। আফগানিস্তানের কাছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খেয়ে হার হজম করতে হয়েছে পাক ক্রিকেটারদের।
তারপরেই পিসিবি যথেষ্ট কড়া হয়ে জানিয়ে দিয়েছিল, স্ত্রী-সঙ্গ বাদ দিয়েই বাইশ গজে নামতে হবে। এরপরেই অদ্ভূতভাবে ভারত-ম্যাচের টোপ দেখানো হয়। যা শুনে রীতিমতো বিস্মিত ক্রিকেট মহল। এমন শর্তের ব্যাখ্যা একটাই- ভারতের বিরুদ্ধে জিতলে তবেই নারী-সঙ্গের অনুমতি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। না হলে হয়তো ফের নিষেধাজ্ঞা চাপবে।
তাই এমন-ই টোপ দেখিয়ে ক্রিকেটারদের ভারত ম্যাচে নামাতে চাইছে পাকিস্তান। এই শর্তে বিরাট কোহলিদের বিরুদ্ধে ১৬ তারিখে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরতে পারবেন পাক ক্রিকেটাররা, সেটাই আপাতত দেখার।