Advertisment

পিছিয়ে গেল টস, ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে প্রবল অনিশ্চয়তা

ICC Cricket World Cup 2019: বৃষ্টি খেলাতে বিঘ্ন ঘটাতে পারে, এমন সম্ভবনা সত্ত্বেও নটিংহ্যামে হাজারে হাজারে ভারতীয় সমর্থক উপস্থিত। যাইহোক, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
indian fans_amp

বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও হাজির ভারতীয় সমর্থকরা (টুইটার)

ভারত বনাম নিউজিল্যান্ড! অপরাজেয় দুই প্রতিদ্বন্দ্বীই এবার নটিংহ্যামে মুখোমুখি বৃহস্পতিবারের ম্যাচে। সেই ম্যাচ অবশ্য ভেস্তে যাওয়ার মুখে। আবহাওয়া বেশ কয়েকদিনই ইংল্যান্ডে খেলার পথে অন্তরায়। এর আগে দুই ম্যাচ ভেস্তে গিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি। সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুযায়ী, বৃষ্টি থেমে গিয়েছে। তবে আউটফিল্ড পুরো ভিজে রয়েছে। মাঠ শুকোনোর কাজ চলছে। নতুন করে বৃষ্টি না হলে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে টসও পিছিয়ে গিয়েছে।

Advertisment


বৃষ্টি খেলাতে বিঘ্ন ঘটাতে পারে, এমন সম্ভবনা সত্ত্বেও নটিংহ্যামে হাজারে হাজারে ভারতীয় সমর্থক উপস্থিত। যাইহোক, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তাপমাত্রাও ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। পূর্বাভাসে আগে থেকেই বলা ছিল ম্যাচের সময়ে ভাল মতোই বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিশেষ করে, বিকেলের দিকে ঝোড়ো বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার মহারণে নামার আগেও অনুশীলনে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তার মধ্যেই সময় করে ঘণ্টাখানেক চূড়ান্ত প্রস্তুতি সেরেছে দুই দল।

ICC World Cup 2019, India Vs New Zealand live cricket score: বৃষ্টি থেমেছে, তবে পিছিয়ে গেল খেলা

ভারত ও নিউজিল্যান্ড দুই দলই চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। কোহলিরা যেমন হেলায় হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে। তেমনই নিউজিল্যান্ড পরপর হারিয়েছে তিন এশীয় দলকে- শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানকে। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দুই দলের সামনেই অপরাজিত থাকার চ্যালেঞ্জ নটিংহ্যামশায়ারে। যদিও ভাগ্যদেবতা তাঁদের সেই সুযোগ দেবে কিনা, সন্দেহ।

Advertisment