Advertisment

পন্থকে ডাকা হল লন্ডনে, থাকছেন ধাওয়ানও! তবু অনিশ্চিত ঋষভ

ICC Cricket World Cup 2019: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময়ে প্যাট কামিন্সের চকিত বাউন্সারে আঙুলে চোট পান ধাওয়ান। চোট হাতেই সেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
পন্থকে ডাকা হল লন্ডনে, থাকছেন ধাওয়ানও! তবু অনিশ্চিত ঋষভ

ধাওয়ান ও ঋষভ পন্থ (টুইটার)

স্কোয়াডে এখনও রেখে দেওয়া হয়েছে। শিখর ধাওয়ানকে চোট সারিয়ে প্রথমন একাদশে খেলানোর মরিয়া চেষ্টা করা হচ্ছে। তবে পাশাপাশি, প্ল্যান-বি হিসেবে ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে। ভারতীয় ওপেনারের অবর্তমানে তৈরি রাখা হচ্ছে তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে। এমনটাই জানানো হচ্ছে, এক সংবাদসংস্থায়।

Advertisment

সেই সংবাদসংস্থাকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, পন্থকে দ্রুত ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। অবশ্য পন্থ ইংল্যান্ডে গেলেও খেলার সুযোগ পাবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টিই কার্যত নির্ভর করছে ধাওয়ানের চোট সেরে যাওয়ার উপরে। শিখর ধাওয়ানের চোট নির্দিষ্ট সময়েও না সারলে, সেক্ষেত্রে পন্থকে দলের সঙ্গে সরাসরি অন্তর্ভূক্ত করার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন ছিটকে গেলেন ধাওয়ান, সুযোগের অপেক্ষায় পন্থ-রায়ডু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময়ে প্যাট কামিন্সের চকিত বাউন্সারে আঙুলে চোট পান ধাওয়ান। চোট হাতেই সেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। বলা হয়, কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রাম নিতেই হবে। ঘটনা হল, সামনের চারটি ম্যাচে কোনও রকমে দল সাজালেও, নক আউট পর্বের ম্যাচে ধাওয়ানকে ধরেই এগোচ্ছে ভারতীয় দল। তবে কোনও কারণে ঠিক সময়ে ফিট না হয়ে উঠলে সেক্ষেত্রে বিকল্প ভাবনায় ঋষভই রয়েছে।


ধাওয়ানের চোট পাওয়ার পর থেকেই জল্পনা চলছিল, কাকে পরিবর্ত হিসেবে নেওয়া হতে পারে। তালিকায় উঠে এসেছিল, অম্বাতি রায়ডু থেকে পন্থের নাম। কেউ আবার অজিঙ্ক রাহানের পক্ষেও সওয়াল করেছিলেন। তবে কার্যত দেখা যাচ্ছে, দিল্লির তরুণ ওপেনারের কপালেই শিঁকে ছিড়তে চলেছে।

cricket Rishabh Pant Cricket World Cup
Advertisment