বাইশ গজে ব্যাট হাতে নামলেই বিশ্বরেকর্ড। ক্লান্তি নেই শতরানে। ইতিমধ্যেই পাঁচটি সেঞ্চুরি হাকিয়ে বিশ্বকাপের রেকর্ড বুকই নতুন করে লিখতে বাধ্য করেছেন। বোলারদের কাছে রীতিমতো ত্রাসের সঞ্চার করেছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালেও রোহিতের ব্যাটে সেঞ্চুরি দেখছেন, এমনটাই জানিয়েছেন বিরাট। চলতি বিশ্বকাপে ৬৪৭ রান সমেত তিনি আপাতত সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই রোহিত শর্মাই আরও একটি বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আর ২৭ করলেই তিনি ছুঁয়ে ফেলবেন তাঁরই দেশের এবং শহরের কিংবদন্তিকে। তিনি আর কেউ নন শচীন রমেশ তেন্ডুলকরকে। একটি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। ২০০৩-এ ৬৭৩ রান হাকিয়েছিলেন তিনি। সেই রেকর্ড আজও অক্ষত। সেই নজিরেই এবার থাবা বসাতে চলেছেন রোহিত শর্মা।
আরও পড়ুন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ আয়োজনে শঙ্কা, প্রবল দুঃশ্চিন্তা কোহলিদের
শচীনের পরে ম্যাথু হেডেন ২০০৭-এ ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্বকাপে সেই নজির ভাঙার কাছেই চলে এসেছিলেন। সেবার ৬৫৯ রান করেছিলেন তিনি। মাত্র ১৪ রানের জন্য কিংবদন্তিকে ছোঁয়া হয়নি অজি তারকার। তবে রোহিত শর্মার সামনে এবার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ব্যাট থেকে ২৭ রান এলেই শচীন-স্পর্শ করে ফেলবেন তিনি।
তবে শুধু কিংবদন্তিকে ছোঁয়াই নয়, আরও একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। কিউয়ি বোলারদের সামলে ৫৩ রান করলে আবার রোহিত শর্মা বিশ্বকাপের একটি সংস্করণে ৭০০ প্লাস রান করারও বেনজির কীর্তি গড়ে ফেলবেন। বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত কোনও ব্যাটসম্যান ৭০০ রানের শৃঙ্গ জয় করতে পারেনি। পাশাপাশি আর একটা সেঞ্চুরি করলেই আবার হিটম্যানের সামনে কুমার সাঙ্গাকারাকে ছোঁয়ার নজির। বিশ্বকাপের একটি সংস্করণে সবথেকে বেশি শতরানের মালিক তিনি। তবে টানা শতরান করার নিরিখে তিনি এখনও পিছিয়ে শ্রীলঙ্কান মহাতারকার কাছ থেকে। রোহিত শর্মা চলতি বিশ্বকাপে শতরানের হ্যাটট্রিক সমেত মোট পাঁচবার তিন অঙ্কের রান করেছেন। কিন্তু কুমার সাঙ্গাকারা টানা চারবার শতরান করেছিলেন ২০১৫ সালের সংস্করণে।