আফগানিস্তানের বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ে হতাশ হয়েছিলেন। সরাসরি ধোনি ও কেদার যাদবের সমালোচনায় সরব হয়েছিলেন শচীন রমেশ তেন্ডুলকর। সেই জন্যই এবার ধোনি-ভক্তদের টার্গেট হতে হল শচীনকে। যা নিয়ে বিশ্বকাপের মধ্যেই ভারতীয় শিবিরে নতুন করে তিক্ততা দেখা দিল। জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে শচীন জানিয়েছিলেন, "বেশ হতাশ আমি। ভারতীয় ব্যাটিং প্রদর্শন আরও ভাল হতে পারত। ধোনি-কেদারের মতো পার্টনারশিপ আমার ভাল লাগেনি। আমরা ৩৪ ওভার স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করলাম। এবং স্কোরবোর্ডে উঠল মাত্র ১১৯ রান। কেবলমাত্র এই এক জায়গাতেই আমাদের স্বচ্ছন্দ লাগেনি। কোনও সদর্থক ভঙ্গি ছিল না ব্যাটিংয়ের সময়ে।"
ধোনির মন্থর ব্যাটিংয়ে অবশ্য শুধু শচীন নয়, অনেক প্রাক্তন ক্রিকেটারই বিরক্ত প্রকাশ করেছেন। ২৭ ওভারে ধোনি ব্য়াট করতে নেমেছিলেন। ৭৫ মিনিট ক্রিজে টিকে ধোনি ৫২ বলে কোনওমতে ২৮ রান করেছিলেন। এতটাই মন্থর ব্যাটিং করছিলেন যে ধোনির আউটে গ্যালারিতে স্বস্তির নিঃশ্বাস পড়ে। শচীন এরপরেই রাখঢাক না করেই ধোনিকে বিঁধেছেন, "ধোনির মতো সিনিয়র ক্রিকেটারকে আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত। কারণ কেদারের ব্য়াটিং এই টুর্নামেন্টে মোটেই পরীক্ষিত নয়।"
বিশ্বকাপে ‘অভিষেক’ শচীন পুত্রের! ভারত নয়, অন্য দলের জার্সিতে
With all due respect, @sachin_rt Sir, everybody seen that pitch was reacting very slowly and ball was not coming to the bat properly. I am not saying that dhoni played very well but i must say again that nobody can teach what is @msdhoni's job and how to do it. #CWC19 #INDvAFG
— A 2.0 ???????? ???? (@AStrangeSoul) June 24, 2019
Mumbaikars have always been anti Dhoni. be it Sachin, gavaskar, manjrekar all of them don't like Dhoni. may be the epicenter of cricket has been shifted from Mumbai to rest of India that hurts these guys. Dhoni is a legend & he will bounce back.
— Rajan singh (@Rajansi74877574) June 23, 2019
Pic 1 : Sachin about missing his 200
Pic 2 : Dhoni about missing his 100
One said disappointed and upset for missing his miletone.
The other said it's doesn't matter for him whether he get 100 or not. pic.twitter.com/79Rnd816g3
— #theCSKguy (@whistIepodu) June 24, 2019
;
ধোনির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলাতে মাস্টার ব্লাস্টারকে অবশ্য আক্রান্তও হতে হল ধোনি-ভক্তদের কাছ থেকে। অনেকেই লিখেছেন, ধোনি দেশের জন্য খেলছেন। শচীন স্বার্থপর ক্রিকেটের কিংবদন্তি। অনেকেই আবার শচীনকে মন্থর পিচের কথা স্মরণ করে দিয়ে লিখেছেন, পরিস্থিতি অনুযায়ী ধোনি সঠিক ব্যাটিং করেছে।
সবমিলিয়ে নেট দুনিয়ায় কিংবদন্তি আক্রান্ত। মাহি বনাম শচীন দ্বৈরথ পরোক্ষে শুরু হয়ে গেল বিশ্বকাপের মাঝে।