Advertisment

ম্যাচের মাঝেই 'হাই' সরফরাজের! ভুড়ি বিতর্কের পরে নয়া বিতর্কে পাক-নেতা

ICC Cricket World Cup 2019: ইন্দো-পাক দ্বৈরথে বৃষ্টির ভ্রুকুটি ছিল। তবে দু-বার বৃষ্টি এলেও, ম্যাচের ফলাফলে সেরকম কোনও প্রভাব ফেলতে পারল না। ডার্কওয়ার্থ লুইস নিয়মে ভারত জয়ী।

author-image
IE Bangla Web Desk
New Update
Sarfaraz Ahmed

ম্যাচের উত্তাপেও ঘুম পেল সরফরাজের (ফেসবুক)

ভারত-পাকিস্তান ম্যাচ নাকি ঘুম কেড়ে নেয়। বিনিদ্র রজনী যাপন করেন ক্রিকেটার থেকে দু-দেশের কোটি কোটি ফুটবল সমর্থক। তবে হাইভোল্টেজ এই ম্যাচ আবার নাকি ঘুম পাড়িয়েও দেয়! কোনও মস্করা নয়। ভারত-পাকিস্তান ম্যাচেই দেখা গেল একজন মাঠের মধ্যেই হাই তুলছেন! ইনি আর কেউ নন, স্বয়ং পাক-অধিনায়ক সরফরাজ আহমেদ। রীতিমতো আলস্যের ভঙ্গিতে মাঠে নড়াচড়াও করলেন। সবমিলিয়ে, ম্যাচের শেষেই পাকিস্তান অধিনায়ক ট্রোলড সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

ICC World Cup 2019, India Vs Pakistan highlights: ভারত ৭, পাকিস্তান ০, বদলাল না ইতিহাস

ইন্দো-পাক দ্বৈরথে বৃষ্টির ভ্রুকুটি ছিল। তবে দু-বার বৃষ্টি এলেও, ম্যাচের ফলাফলে সেরকম কোনও প্রভাব ফেলতে পারল না। ডার্কওয়ার্থ লুইস নিয়মে ভারত জয়ী। ভারত ইনিংসের শেষ দিকে, চার ওভার বাকি থাকতে একবার তুমুল বৃষ্টি শুরু হয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডে। আধঘণ্টা অপেক্ষার পরে খেলা শুরু হলে ফের বাকি ওভার ব্যাট করতে নামে ভারত। সেই সময়েই মেঘলা বৃষ্টিস্নাত আবহাওয়ায় বেশ আলসেমি করে হাই তুলতে থাকলেন সরফরাজ আহমেদ। দু-হাত নাড়িয়ে আলসেমির ডাকে সাড়াও দিলেন তিনি।

ক্যামেরায় এই দৃশ্য ছড়িয়ে পড়তেই তুমুল হইচই। ভারত-পাকিস্তান দু-দেশের ,সমর্থকরাই ট্রোলিং শুরু করেন পাক নেতাকে। একজন টুইটে এই ভিডিও-র নিচে লিখেছেন, "সরফরাজের এই হাই তোলার দৃশ্য আমাকে মনে করিয়ে দিচ্ছে, অফিসে আমি কীভাবে হাই তুলি!" অন্যএক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "ম্যাচের মাঝে সরফরাজের এমন হাই প্রমাণ করে দিচ্ছে ভারত এবং পাকিস্তান দুই দলের মান।"



বিশ্বকাপের শুরু থেকেই বিভিন্ন কারণে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন পাকিস্তানি নেতা সরফরাজ খান। শোয়েব আখতার সরফরাজ ভুড়ি নিয়ে ধারালো আক্রমণ করেছিলেন। আবার বাকিংহ্য়াম প্যালেসে চিরাচরিত পাকিস্তানি পোশাকে হাজির হয়েও ট্রোলিংয়ের শিকার হন তিনি। সেই তালিকাতেই নবতম সংযোজন, ইন্দো-পাক দ্বৈরথে হাই তোলা।

pakistan ICC Cricket World Cup
Advertisment