Advertisment

ইনিংসের শুরুতেই ব্যাট ভেঙে দু-টুকরো ধাওয়ানের, ভাইরাল ভিডিও দেখুন

ICC Cricket World Cup 2019: কেমন দাপট ছিল রাবাদা-র?ছোট একটা উদাহরণেই স্পষ্ট। ওপেনার শিখর ধাওয়ার ব্যাটটাই দু টুকরো করে দিয়েছিলেন রাবাদা।

author-image
IE Bangla Web Desk
New Update
Shikhar Dhawan kagiso rabada

রাবাদার বলে দু-টুকরো ধাওয়ানের ব্যাট (টুইটার)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকা টানা হারের হ্যাটট্রিক করলেও বীরের মর্যাদা পাচ্ছেন কাগিসো রাবাদা। প্রোটিয়াজ পেসারের দৌরাত্ম্যেই অল্প লক্ষ্যমাত্রার সামনে ভারতীয় ব্য়াটসম্যানদের কাঁপুনি তৈরি হয়েছিল। যদিও রোহিত শর্মা শেষ পর্যন্ত টিকে গিয়ে দলকে জয় এনে দেন, তাহলেও রাবাদার বীরত্বকে কুর্নিশ করছে বিশ্ব ক্রিকেট।

Advertisment

কেমন দাপট ছিল রাবাদা-র?ছোট একটা উদাহরণেই স্পষ্ট। ওপেনার শিখর ধাওয়ার ব্যাটটাই দু টুকরো করে দিয়েছিলেন রাবাদা। ম্যাচের আগেই কোহলিকে অপরিণত বলে 'শ্লেষ' ছুড়ে দিয়েছিলেন তিনি। ম্যাচে কোহলির নামার আগে থেকেই রাবাদা আগুনে গতিতে বোলিং করতে থাকেন শিখর-বিরাটদের। শুরুর দিকে, রাবাদার বলে ব্য়াট ছোঁয়ানোই কার্যত দুষ্কর হয়ে উঠেছিল। প্রথম স্পেল থেকেও পাওয়া গিয়েছিল গনগনে মেজাজের রাবাদাকে।

আরও পড়ুন গোড়ালি ভেঙে দু-ভাগ নেইমারের, চোখের জলে কোপার আগেই বিদায় তারকার

বিশ্বকাপের আগেই ডিভিলিয়ার্সকে বাদ দক্ষিণ আফ্রিকার, বিস্ফোরক তথ্য ফাঁস

চতুর্থ ওভারের ঘটনা। ধাওয়ান তখনও ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ওভারেই রাবাদার গুড লেংথের বল সরাসরি আঘাত হানে ধাওয়ানের ব্য়াটে। তৎক্ষণাৎ ব্যাটে ভেঙে দু-টুকরো হয়ে যায়। ধাওয়ান রাবাদার দিকে হালকা হেসে প্রত্যুত্তর দেন। ব্যাটের ভাঙা টুকরো আবার উইকেটকিপার কুইন্টন ডিকক ধাওয়ানের হাতে তুলে দেন।


ধাওয়ান অবশ্য় বেশিক্ষণ টেকেননি। রাবাদার বলেই ৮ রান (১২ বলে) করে বিদায় নেন তিনি। রাবাদা শেষ পর্যন্ত নিজের ১০ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন। ধাওয়ানের পারফরম্যান্স অবশ্য ভারতের জয়ে প্রভাব ফেলেনি। রোহিত (১২২) প্রথমে লোকেশ রাহুল (২৬) এবং পরে ধোনির (৩৪) সঙ্গে জোড়া পার্টনারশিপে জয় নিশ্চিত করেন। হার্দিক পাণ্ডিয়া (৭ বলে ১৫) ফিনিশ করেন নিজের কায়দায়।

cricket Cricket World Cup
Advertisment