Advertisment

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে নতুন মুকুট সৌরভের কপালে, অনন্য কীর্তির সামনে মহারাজ

বিশ্লেষণ, পরিস্থিতি, ম্য়াচের বিবরণ- সৌরভের ধারাভাষ্য মানেই অনন্য সুন্দর অভিজ্ঞতার সাক্ষী থাকা। সেই কারণেই এবার বিশ্বকাপে ব্র্যান্ড বাঙালি!

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

সৌরভের মুকুটে নতুন পালক (ফেসবুক)

জাতীয় দলে দাদাগিরি পুরনো! আইপিএলেও সম্প্রতি দিল্লি ক্যাপিটালস সৌরভ ছড়িয়েছে। এবার ফের একবার বিশ্বকাপে ইংল্যান্ড দেখবে মহারাজের ঝলক। আইসিসি-র তরফে শুক্রবারেই তারকাখচিত কমেন্টেটরদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ভারত থেকে সৌরভ ছাড়াও থাকছেন হর্ষ ভোগলে ও সঞ্জয় মঞ্জরেকর। এমনিতে ক্রিকেটার, প্রশাসক কিংবা মেন্টর হিসেবে সৌরভ অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেকে। তবে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার হিসেবেও যে তিনি কম যান না, তার প্রমাণ বারেবারেই রেখেছেন তিনি।

Advertisment

বাঙালি বিশ্বকাপার এবার আইএসএলে, ফেডারেশনের নীতি নিয়েই উঠে যাচ্ছে প্রশ্ন

বিশ্লেষণ, পরিস্থিতি, ম্য়াচের বিবরণ- সৌরভের ধারাভাষ্য মানেই অনন্য সুন্দর অভিজ্ঞতার সাক্ষী থাকা। সেই কারণেই এবার বিশ্বকাপে 'ব্র্যান্ড বাঙালি'! প্রথম বাঙালি হিসেবে বেহালার বীরেন রায় রোডের বাসিন্দা কোনও বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন।

কিছুদিন আগেই এমসিসি-র ইতিহাসে প্রথমবার কোনও অ-ইংরেজ হিসেবে প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন কুমার সাঙ্গাকারা। একমাত্র শ্রীলঙ্কান হিসেবে তিনি রয়েছেন এই তালিকায়। পাশাপাশি, পাকিস্তান থেকে ওয়াসিম আক্রম এবং রামিজ রাজা, বাংলাদেশের আতার আলি খান রয়েছেন কমেন্টেটরদের এই প্যানেলে।

বিশ্বকাপে তিন মহিলা ধারাভাষ্যকারকেও দেখা যাবে- ইশা গুহ, মেলানি জোনস এবং অ্যালিসন মিচেল। ২০১৫ সালে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা মাইকেল ক্লার্ক আসন্ন বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটাবেন।

ধারাভাষ্যকারদের তালিকা- নাসের হুসেন, মাইকেল ক্লার্ক, ইয়ান বিশপ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রামিজ রাজা, আতাহার আলি খান, ওয়াসিম আক্রম, সঞ্জয় মঞ্জরেকর, কুমার সাঙ্গাকারা, ইশা গুহ, মেলানি জোনস, অ্যালিসন মিচেল, মাইকেল আথারটন, ব্রেন্ডন ম্যাকুলাম, গ্রেম স্মিথ, শন পোলক, মাইকেল স্লেটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, পমি বাঙ্গওয়া, সাইমন ডুল, ইয়ান স্মিথ এবং ইয়ান ওয়ার্ড।

Sourav Ganguly ICC Cricket World Cup
Advertisment