ভুবনেশ্বর কুমার নন, মহম্মদ সামিকে প্রথম একাদশে বিশ্বকাপে নিয়মিত খেলাও। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ পৌঁছে গেল বিরাট কোহলির কাছে। তিনি জানিয়ে দিলেন, মহম্মদ সামি দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তাই বাংলার পেসারকেই কোহলির অগ্রাধিকার দেওয়া উচিত। পারিবারিক অশান্তি গত বছর থেকেই নিত্যসঙ্গী জাতীয় দলের তারকার পেসারের সঙ্গে। কিছুদিন নির্বাসনেও পাঠানো হয়েছিল। তবে প্রত্যাবর্তনের পরে আরও ক্ষুরধার হয়ে ফিরেছেন মোরদাবাদ এক্সপ্রেস। আইপিএলে ভাল ফর্মে ছিলেন। তা-ই সামির হয়ে এবার সওয়াল করলেন খোদ সৌরভ।
জাতীয় স্তরের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মহারাজ জানালেন, "আমি হলে মহম্মদ শামিকেই খেলাতাম। আইপিএলে শামি যে শুধু ভাল বোলিং করেছে তা-ই নয়, ভারতের হয়ে সারা বছর ধরে ভাল খেলে চলেছে ও।" আর কেন ভুবনেশ্বর কুমারের পরিবর্ত হিসেবে তিনি সামিকে চাইছেন, তা-র ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, "শেষ চার-পাঁচ মাসে ভুবনেশ্বর কুমারের ফর্ম পড়তির দিকে। এমনিতে আমি ভুবির ফ্যান। আমি মনে করি দারুণ ভাবে ফিরে আসবে ভুবনেশ্বর।"
সৌরভ মনে করেন, এই মুহূর্তে কেরিয়ারের সর্বোচ্চ ফর্মে রয়েছেন সামি। বিশ্বকাপে তারকা পেসারকে পূর্ণ ব্যবহার করা উচিত দলের, মনে করেন মহারাজ। ভুবি তাঁর সেরা ফর্মের ধারেপাশেও নেই বলে দাবি তাঁর।
আরও পড়ুন
আর তৃতীয় পেসার? সেই সমস্যার সমাধানও করে দিয়েছেন কিংবদন্তি। তিনি জানিয়েছেন, হার্দিক পাণ্ডিয়াকে তৃতীয় সিমার হিসেবে ব্যবহার করতে পারে কোহলি। তাছাড়া পাণ্ডিয়া-র ব্যাটিং লোয়ার অর্ডারে সাহায্য করবে, মত সৌরভের। মহারাজ জানিয়েছেন, "টুর্নামেন্টের গোড়ার দিকে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্যকে নিয়ে পেস আক্রমণ তৈরি করা উচিত।"
কেন মহম্মদ সামির উপরে এত ভরসা সৌরভের। তা-ও জানা গিয়েছে। আসলে আইপিএল চলাকালীন সৌরভের সঙ্গে জাহিরের আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু ছিলেন মহম্মদ সামি। সেই সময়েই জাহির খান মহারাজকে বলেছিলেন, ডেথ বোলিংয়ে অবিশ্বাস্য় উন্নতি ঘটিয়েছে সামি। বিশেষ করে ইয়র্কার প্রয়োগ করার ক্ষেত্রে আরও নিখুঁত হয়েছে। ডেথ ওভারে বুমরা ও সামি ভারতের তুরুপের তাস হতে পারে।