/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/new-zealand-vs-Sri-Lanka_759.jpg)
কিউয়ি বোলারদের সামনে হুড়মুড়িয়ে ভাঙল শ্রীলঙ্কান ব্যাটিং (টুইটার)
হুবুহু গতকালের ম্যাচের অ্যাকশন রিপ্লে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে ধসে পড়েছিল পাকিস্তান ব্যাটিং লাইন আপ। আর শনিবার দেখল নিউ জিল্যান্ডের পেসারদের সামনে শ্রীলঙ্কার ব্যাটিং ভেঙে পড়া। তফাত একটাই পাকিস্তান টিকেছিল ২০ ওভারের কিছু বেশি। শ্রীলঙ্কানদের পারফরম্যান্স সেই তুলনায় একটু 'উন্নত'। ২৯.২ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তাঁরা তুলল ১৩৬। অর্থাৎ জয় দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করার জন্য কেন উইলিয়ামসনদের তুলতে হবে মাত্র ১৩৭ রান।
টসে জিতে লঙ্কান ক্রিকেটারদের প্রথমে ফিল্ডিং করতে পাঠিয়েছিল কিউয়িরা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই থিরিমানের ফিরে যাওয়া দিয়ে সূচনা। তারপরে দ্বিতীয় উইকেটে কুশল পেরেরা (২৯) ও করুণারত্নে (৮৪ বলে ৫২) ৪৫ রান যোগ করেন। নবম ওভারে ম্যাট হেনরির বলে ফিরে যাওয়ার পরে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোনও লঙ্কান ব্যাটসম্যানই। অধিনায়ক করুণারত্নে একপ্রান্তে শেষ পর্যন্ত টিকে থাকলেও, অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত।
আরও পড়ুন গেইলের ব্যাট, রাসেলের বল! পাকিস্তানকে শুরুতেই দুঃস্বপ্ন উপহার দিল ক্যারিবিয়ানরা
ম্যাট হেনরি (২৯-৩) ও লকি ফার্গুসন (২২-৩) এদিন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বাকি উইকেট ভাগাভাগি করে নেন ট্রেন্ট বোল্ট, স্যান্টনার, গ্র্যান্ডহোম, জিমি নিশামরা। করুণারত্নে ছাড়া শ্রীলঙ্কার ইনিংসে দু-অঙ্কের রান করেছেন মাত্র দু-জন- কুশল পেরেরা (২৯) ও থিসারা পেরেরা (২৭)।
For the third time today, a #BACKTHEBLACKCAPS bowler strikes in his first over!
Colin de Grandhomme gets the big fish as Angelo Mathews is caught behind, and Sri Lanka are in big trouble at 59/5.#NZvSL LIVE ???? https://t.co/MrREhVpUCGpic.twitter.com/Mz3owhaeHg
— Cricket World Cup (@cricketworldcup) June 1, 2019
নিউজিল্যান্ডকে এবার কাপ জয়ের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে কেন, তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন কেন উইলিয়ামসনরা। ইংল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ড যে বাকি দলগুলিকে রীতিমতো বেগ দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us