শচীনের মতোই ব্য়াট করেন নাকি অস্ট্রেলীয় তারকা! এমনই প্রশংসা শোনা গেল স্বয়ং কোচের মুখে। যা শুনে আহ্লাদে আটখানা স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে নির্বাসিত থাকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। যার ফলে অজিদের শক্তি যে বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য আপাতত হেড কোচ ল্যাঙ্গারের অধীনেই অনুশীলন করছেন স্মিথ ও ওয়ার্নার। অনুশীলনেই দুই তারকার ফর্ম দেখে চমকৃত তারকা অস্ট্রেলীয় কোচ। ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া দল। স্মিথ-ওয়ার্নার ছাড়াও ম্যাক্সওয়েল, ক্যারি এবং তিন পেস ব্যাটারি- মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জেসন বেহরেনডর্ফ প্রত্যেকেই ছন্দে রয়েছেন।
নেটে ব্যাটিং করার সময়েই ক্রিকেট অস্ট্রেলিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে, স্মিথের সঙ্গে ল্যাঙ্গার তুলনা টানেন শচীনের। স্বয়ং ক্রিকেট ঈশ্বরের প্রসঙ্গ এনে ল্যাঙ্গার জানিয়ে দেন, "এক সপ্তাহ আগে ব্রিসবেনে স্মিথ দুর্ধর্ষ ব্যাটিং করছিল। কুইল্টার নাইলের বলে দুরন্ত এক শট খেলেছিল আমার সামনেই। এমনটা মনে হচ্ছিল যেন শচিনের ব্যাটিং দেখছি। ও ভীষণ ভাল ছন্দে রয়েছে।"
আরও পড়ুন
গত বছর কেপটাউন টেস্ট খেলার সময়ে বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হতে হয়েছিল তিন অস্ট্রেলীয় তারকা ক্রিকেটারকে। দুই সিনিয়র ওয়ার্নার-স্মিথের পাশাপাশি সাসপেন্ড করা হয়েছিল ক্যামেরন ব্যানক্রফটকে। ফিরে আসার পরে আইপিএলে দু-জনেই দুরন্ত ফর্মে ছিলেন। ওয়ার্নার যেমন সানরাইজার্সকে প্লে অফে তুলেছেন। তেমনই স্মিথ আবার রাহানের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পরে আইপিএলের মাঝে রাজস্থানকে অপ্রতিরোধ্য করে তুলেছিলেন।
আইপিএলের পরে বিশ্বকাপেও দুই তারকা ঝলসে উঠতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।