বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশায় সাংবাদিকদের সামনেই কেঁদে ফেলেছিলেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে না খেলার আক্ষেপ, তাঁর সম্ভবত দূর হতে চলেছে। কারণ, বিশ্বকাপগামী বাংলাদেশ স্কোয়াডে তাঁকে সম্ভবত অন্তর্ভূক্ত করা হচ্ছে। এমনটাই খবর বাংলাদেশি প্রচারমাধ্যমে।
আরও পড়ুন
আয়ারল্যান্ডে বর্তমানে জাতীয় দলের হয়ে প্রস্তুতি ম্য়াচ খেলছেন বাংলাদেশের তারকা পেসার। মাঝারি মানের বোলিং করলেও তাসকিন এখনও নির্বাচকদের খরচের খাতায় চলে যাননি। তবে চোটের পরে এখনও জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি আবু জায়েদ রাহি। ম্যাচ খেলা তো দূরের কথা, অনুশীলনেই নামতে পারছেন না তিনি। এমন অবস্থাতেই বাংলাদেশের একাধিক প্রচারমাধ্যমে জানানো হয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় রাহিকে বাদ দিয়ে সেই জায়গায় তাসকিনকে নেওয়া হচ্ছে বিশ্বকাপে। বাদ পড়লেও দলের ১৬তম সদস্য হিসেবে অবশ্য রাহিকে নিয়ে যাওয়া হবে।
বিশ্বকাপে সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ (ফেসবুক)
জানা গিয়েছে, রাহির চোটের বিষয়ে আগেভাগে জানা থাকলেও বিসিবি সূত্রে বলা হয়েছিল, রাহির চোট তেমন সিরিয়াস কিছু নয়। বিশ্বকাপের সময়ে পুরো ফিট হয়ে যাবে। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশি প্রচারমাধ্যমে জানান, "রাহি তো চোটের কারণে এত দিন বোলিং-ই করতে পারছিল না। স্থানীয় ফিজিও যে রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয় কিছু হয়নি। আমাদের বলা হয়েছিল, তিন-চার দিনে সেরে উঠবে।"
এরপরেই বাংলাদেশের প্রধান নির্বাচক বলেন, "চোট থাকলে তো পরিবর্তন করতেই হবে। তবে আমরা রাহিকে বিশ্বকাপে নিয়ে যাব। সে ক্ষেত্রে দল ১৬ জনের হবে।"
সবমিলিয়ে তাসকিন ফের একবার বিশ্বকাপে নামবেন, হতাশা মিটিয়ে।