ইংরেজদের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে রবিবার মাঠে নামছেন কোহলিরা। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই অনভিপ্রেত ঘটনা টিম ইন্ডিয়ার হোটেলের অন্দরমহলে। যা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে ভারতীয় দলের নিরাপত্তা। বার্মিংহ্যামের ব্রিজ স্ট্রিটের হায়াত রিজেন্সি হোটেলে বর্তমানে টিম ইন্ডিয়া রয়েছে। সেই হোটেলেই কিছু ভারতীয় সমর্থকের উচ্ছৃঙ্খল আচরনের শিকার হন ক্রিকেটাররা।
ঠিক কী ঘটেছিল? সর্বভারতীয় এক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, মদ্যপ অবস্থায় কিছু ভারতীয় সমর্থক হইহট্টগোল শুরু করেছিলেন। হোটেলের লবিতে কোহলিদের নাম চিৎকার করে বলছিলেন তারা। বেশ আগ্রাসী ছিল তাঁদের আচরণ। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ এমন ঘটনার পরেই ভারতীয় দলের নিরাপত্তা কর্মীরা আসরে নামেন। তাঁদের সঙ্গে হোটেলের নিরাপত্তাকর্মীরাও ছিলেন। অনাহূত সেই অতিথিদের লিফটে উঠতে দেওয়া হয়নি। পাশাপাশি, বেশ কড়া ভাষায় সতর্ক করা হয়েছে তাঁদের। ঘটনায় নাম জড়িয়েছে তিন অতিথির। পরে হোটেলের এক শীর্ষস্থানীয় আধিকারিককে দেখা যায় সেই অতিথিদের সঙ্গে কথাবার্তা বলতে।
আরও পড়ুন হাসিনকে এবার একহাত নিলেন শামি, কড়া প্রতিক্রিয়া ইংল্যান্ডে বসেই
রোহিতের আউটে এখনও বিভ্রান্তি! স্ত্রী রীতিকা চমকে দিলেন প্রতিক্রিয়ায়, দেখুন ভিডিও
ঘটনার পরে আইসিসি-র নিজস্ব নিরপত্তা আধিকারিকদেরও হোটেলে দেখা যায়। এখানেই অবশ্য সমস্যার শেষ নয়। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেই অতিথিদের বিষয়ে সরকারিভাবে নালিশ জানানো হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে, কোহলিদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকা টনি উইলিয়ামস অতিথিদের সতর্ক করার বিষয়টি পরে স্বীকার করে নেন। হোটেলে কোহলিদের জন্য নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।