Advertisment

বাংলাদেশের বিপক্ষে ব্যাপক রদবদলের ইঙ্গিত, বাদ পড়তে পারেন দুই তারকা

ICC Cricket World Cup 2019: যুজবেন্দ্র চাহালের জায়গায় দেখা যেতে পারে জাদেজাকে। বার্মিংহ্যামের পিচে একদমই বেমানান চাহাল। ১০ ওভারে কোনও উইকেট তোলা দূরের কথা, খরচ করেছেন ৮৮ রান।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

দুই পরিবর্তনের ইঙ্গিত জাতীয় দলের (ফেসবুক)

ইংল্যান্ড ম্যাচ এখন অতীত। আপাতত ভারতের সামনে বাংলাদেশ। ইংল্যান্ড ম্যাচের আগে পর্যন্ত ভারত টানা অপরাজিত থাকলেও, শেষ তিন ম্যাচে কোহলিদের দুর্বলতা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগানিস্তান সেই দুর্বলতার সুযোগ নিতে না পারলেও ইংল্যান্ড ম্যাচে আর শেষরক্ষা হয়নি। হারতে হয়েছে ৩১ রানে।

Advertisment

সেমিফাইনালে ওঠার জন্য কোহলিদের ভাবনা নেই। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া নিজেদের দুর্বলতা যথাসম্ভব মেরামত করে নিতে চাইছে। এমন অবস্থায় প্রথম একাদশে অন্তর্ভূক্তি ঘটতে পারে দীনেশ কার্তিক ও রবীন্দ্র জাদেজার। বাদ পড়তে পারেন কেদার যাদব ও যুজবেন্দ্র চাহাল। স্পিনার-অলরাউন্ডারের কোটায় খেলানো হলেও কেদার সেই ভূমিকায় সফল নন। শেষ দিকে খেলতে নেমে পাওয়ার হিটিংয়েও তিনি দক্ষ নন।

আরও পড়ুন সুনীল শেঠীর মেয়ের সঙ্গে তারকা ক্রিকেটারের প্রেম তুঙ্গে, ফাঁস হল ছবি

এমন অবস্থায় তাঁর জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে ভাবাব হচ্ছে দীনেশ কার্তিককে। কার্তিকের অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমন শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। তাঁর দক্ষতা প্রশ্নাতীত। এই বাংলাদেশের বিরুদ্ধেই নিদাহাস ট্রফিতে দুর্ধর্ষ জয় ছিনিয়ে এনেছিলেন।

পাশাপাশি, যুজবেন্দ্র চাহালের জায়গায় দেখা যেতে পারে জাদেজাকে। বার্মিংহ্যামের পিচে একদমই বেমানান চাহাল। ১০ ওভারে কোনও উইকেট তোলা দূরের কথা, খরচ করেছেন ৮৮ রান। বিশ্বকাপে এত রানে এর আগে কোনও ভারতীয় দেননি। জাদেজার প্লাস পয়েন্ট হল তাঁর ব্যাটিং দক্ষতা। স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে যথেষ্ট ভাল খেলে দিতে সক্ষম। এর সঙ্গে ফিল্ডিং তো রয়েইছে। আগের দিনই পরিবর্ত হিসেবে নেমে জেসন রয়কে ফিরিয়েছিলেন তিনি।

জাতীয় এক প্রচারমাধ্যমে জাদেজা, কার্তিকের পাশাপাশি বলা হয়েছে ভুবনেশ্বর কুমারের কথাও। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পরে বাইরেও রয়েছেন তিনি। তবে তাঁর পরিবর্তে মহম্মদ শামি তিন ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেছেন। ১২ উইকেট তুলে নিয়েছেন ইতিমধ্যেই। তাই শামিকে কোনওভাবেই বাইরে রাখা যাবে না। কার্তিক, ভুবনেশ্বর এবং জাদেজার মধ্যে দু-জনকে দেখা যেতে পারে। ইঙ্গিত সেরকমই।

cricket Cricket World Cup
Advertisment