ট্রফি হাতে তোলার বহু আগেই বিদায় নিতে হয়েছে ভারতকে। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে ১৮ রানে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে কোহলি অ্যান্ড কোং। তবে ফাইনালে উঠতে না পারলেও আইসিসি-র তরফ থেকে ভাল অর্থমূল্য় পাবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আইসিসি-র প্রেস রিলিজেই জানানো হয়েছে ভারতের অর্থ-প্রাপ্তির বিষয়টি।
সেখানেই জানা গিয়েছে, শেষ চারে ওঠার সুবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ঢুকতে চলেছে ৮ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫.৪৯ কোটি টাকা। এবারের টুর্নামেন্ট খেলা হল রাউন্ড রবিন ফর্ম্যাটে। শুরুতেই আইসিসি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, অংশগ্রহণকারী প্রতিটি দলই প্রাইজ-মানি পাবে প্রতিটি ম্যাচ খেলার জন্য। সেই হিসেবে টিম ইন্ডিয়া লিগ পর্বে শীর্ষ স্থান অর্জন করেছিল ১৫ পয়েন্ট নিয়ে। তাঁদের একমাত্র হার ছিল ইংল্যান্ডের কাছে। সেই ম্যাচে ৩১ রানে ভারত হেরে যায়।
আরও পড়ুন আইপিএল থেকে কি বিদায় ধোনির! আপডেট দিল সিএসকে
প্রতিটি লিগ ম্য়াচ জয়ের জন্য দেওয়া হয়েছে, ৪০ হাজার মার্কিন ডলার। সেই হিসেবে ভারতের ৭টি লিগ ম্যাচ জয়ের নিরিখে প্রাপ্ত অর্থ ২ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্টের বিজয়ীদের দেওয়া হচ্ছে, ৪০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় পরিমাণ প্রায় ২৭.৭৫ কোটি টাকা। আইসিসি-র কোনও বিশ্বকাপে এত বিশাল অর্থের পুরস্কার-মূল্য কোনও সংস্করণে দেওয়া হয়নি।
ভারত টুর্নামেন্টে দারুণভাবে শুরু করেছিল। তবে আফগানিস্তান কিংবা ইংল্যান্ড ম্যাচে ভারতের মিডল অর্ডারের দুর্বলতা বেশ প্রকট হয়ে গিয়েছিল। গ্রুপ পর্বে শীর্ষ স্থান অর্জন করে সেমিফাইনালে উঠলেও কোহলিরা নিউজিল্যান্ডের বিপক্ষে অল্পের জন্য হেরে যান।