Advertisment

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে কোহলিদের জার্সিতে থাকছে দুর্দান্ত যন্ত্র, ফাঁস হল আগেই

আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে থাকছে উচ্চ প্রযুক্তি-র ভেস্ট! কাজের চাপ, পরিশ্রম ও চলাফেরা বিশ্লেষণ করতে এ প্রযুক্তি-র জুড়ি মেলা ভার। আপাতত এই প্রযুক্তির হাত ধরেই হাঁটতে চলেছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

ধোনিদের জার্সিতে থাকছে নতুন প্রযুক্তি (আইসিসি ওয়েবসাইট)

ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া লেগেছে বহুদিন হল। ডিআরএল, এলইডি লাইটনিং স্ট্যাম্প তো রয়েইছে, সেই সঙ্গে এখন আম্পায়ারের সিদ্ধান্তেও থাকছে ভিডিও রিপ্লে। এ তো গেল ক্রিকেটের সামগ্রিক প্রযুক্তি-র বিষয়। দলগুলোও এবার নিত্য নতুন জিনিসের আমদানি করছে। আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে থাকছে উচ্চ প্রযুক্তি-র ভেস্ট! কাজের চাপ, পরিশ্রম ও চলাফেরা বিশ্লেষণ করতে এ প্রযুক্তি-র জুড়ি মেলা ভার। আপাতত এই প্রযুক্তির হাত ধরেই হাঁটতে চলেছে ভারত।

Advertisment

ICC Cricket World Cup 2019: বাইবেলেই রয়েছে চ্যাম্পিয়ন দলের হদিশ, জেনে নিন পূর্বাভাস

উচ্চ রেজুলেশনসম্পন্ন এই প্রযুক্তির সাহায্যে মাঠে ক্রিকেটারদের চলাফেরার নিখুঁত হিসাব রাখা সম্ভব হবে। জাতীয় প্রচারমাধ্যমে লেখা হয়েছে, ক্রিকেটারদের পরিশ্রমের ধরন, তাতে শারীরিক দৌর্বল্য কিংবা শরীর কতটা সাড়া দিচ্ছে পরিশ্রমে- সবকিছুরই বিশ্লেষণ করে রাখবে এই ভেস্ট। জানা গিয়েছে, কোহলি ব্রিগেডকে এ প্রযুক্তি সরবরাহ করেছে ইংল্যান্ডের এক সংস্থা। এর আগেও বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল প্রতিষ্ঠানটির। তবে ভারত-ই এই প্রযুক্তি ব্যবহারে প্রথম নয়। এর আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও এই প্রযুক্তির সাহায্য নিয়েছে।

এই সংস্থার এক আধিকারিক পঙ্কজ ওয়াংখেড়ে জাতীয় সংবাদমাধ্যমে বলেন, "দেশের ক্রিকেটাররা সারা বছর খেলেই চলে। দুনিয়ার অন্যতম ব্যস্ততম অ্যাথলিট ভারতের ক্রিকেটাররা। আর ক্রিকেট খেলায় শারীরিক ধকলও কম নয়। এই প্রযুক্তি (জিপিএস) ক্রিকেটারদের ফিটনেসের মাত্রা কড়া নজরে রাখবে। পাশাপাশি ক্রিকেটারদের দৌড়ের গতি, শারীরিক কিংবা মানসিক চাপ নেওয়ার পরিমাপও নির্ণয় করা যাবে।"

এর পাশাপাশি তিনি আরও বলেছেন, "দলের ট্রেনার কিংবা ফিজিওরা এই তথ্য বিশ্লেষণ করে ক্রিকেটারদের ফিটনেসের মান যেমন নির্ণয় করতে পারবেন, তেমনভাবে চোট পাওয়া ক্রিকেটারদের সঠিকভাবে রিহ্যাবেও সাহায্য করতে পারবেন। ভারতের ক্রিকেটাররা এ প্রযুক্তির সঙ্গে আগে থেকেই পরিচিত। জার্সির নিচে এই ভেস্ট পরতে হয়।"

cricket BCCI Cricket World Cup
Advertisment