Advertisment

চোটে বিশ্বকাপ শেষ কোহলির দলের তারকার, হারের পরেই প্রচণ্ড ধাক্কা

ICC Cricket World Cup 2019: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেও বিরাট কোহলি প্রথম একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও ম্যাচের সময় প্রথম একাদশে দেখা যায় বিজয়শঙ্কর বাদ পড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

ছিটকে গেলেন বিজয়শঙ্কর (ফেসবুক)

ইংল্যান্ডের বিরুদ্ধে হারের রেশ এখনও কাটেনি। তার পরেই খারাপ খবর। পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গেলেন বিজয়শঙ্কর। তাঁর পরিবর্ত হিসেবে দলে যোগ দিচ্ছেন মায়াঙ্ক আগারওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পরেই বিজয়শঙ্করকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেও বিরাট কোহলি প্রথম একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও ম্যাচের সময় প্রথম একাদশে দেখা যায় বিজয়শঙ্কর বাদ পড়েছেন। তার পরিবর্তে প্রথম একাদশে নেওয়া হয়েছিল ঋষভ পন্থকে। বিজয়শঙ্করকে প্রথম একাদশে বাইরে রাখার কারণ হিসেবে পায়ের পাতায় চোটের কথাই উল্লেখ করেছিলেন রোহিত শর্মা।

Advertisment

ভাবা হয়েছিল, খারাপ পারফরম্যান্সের কথা সরাসরি উল্লেখ না করতে চান না বলেই চোটের অজুহাত দিয়েছেন রোহিত। তবে রোহিত যে বিজয়শঙ্করের চোটের বিষয়ে সঠিক তথ্য দিয়েছেন। তা স্পষ্ট হয়ে যায়, সোমবারে। যেদিনই জানা যায়, বিজয়শঙ্কর ছিটকে গেলেন চোটের কারণে। প্রশ্ন উঠে যায়, সাউদাম্পটনে অনুশীলনে যে চোট পেয়েছিলেন ১১ দিন আগে, সেই চোটের কারণেই কী এতদিন পরে ছিটকে গেলেন তিনি! সেই চোটের পরেও তো শঙ্কর জোড়া ম্যাচ খেলেছিলেন। তবে পরে জানা যায়, পুরনো নয়, নতুনভাবে চোট পেয়েছেন তিনি।

আরও পড়ুন

মোদীর জন্যই হার ধোনিদের! বিস্ফোরক তথ্য উঠে এল ইংল্যান্ডের কাছে হারের পরেই

যাইহোক, সরকারিভাবে এখনও বোর্ডের তরফে বিজয়শঙ্করের ছিটকে যাওয়ার কথা স্বীকার করা হয়নি। তবে বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "অনুশীলনে ফের একবার জসপ্রীত বুমরার ইয়র্কার আছড়ে পড়ে বিজয়শঙ্করের চোট পাওয়া পায়ের অংশে। ওর পরিস্থিতি মোটেই ভাল নয়। বাকি টুর্নামেন্টে আর খেলতে পারবে না ও। দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ওকে।"

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিবর্ত হিসেবে মায়াঙ্ক আগারওয়ালের প্রস্তাব পাঠানো হয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির কাছে। ভাবা হয়েছে, লোকেশ রাহুলের আদর্শ ব্যাক আপ হতে পারেন তিনি। ঋষভ পন্থ সামনের জোড়া ম্যাচে ব্যর্থ হলে, মায়াঙ্ক আগারওয়ালকে সেমিফাইনালে খেলানো হতে পারে।

cricket Cricket World Cup
Advertisment