প্রস্তুতি ম্যাচের আগেই চোট পেয়েছেন বিজয় শঙ্কর। এতেই দুশ্চিন্তার কালো ছায়া ভারতীয় শিবিরে। বড়সড় চোটের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রাখা হল না বিজয় শঙ্করকে। যদিও ধাওয়ান খেলছেন। ম্যাচের আগেই বিজয় শঙ্করের চোট নিয়ে বোর্ডের তরফে আপডেট দেওয়া হল। জানানো হয়েছে, বিজয় শঙ্করের হাতে স্ক্যান করার পরে রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া যায়নি। ডান হাতের হাড় অক্ষতই রয়েছে। আপাতত তিনি বিসিসিআইয়ের মেডিকেল দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
ভারতীয় ব্যাটিং অর্ডারে বহু আলোচিত চার নম্বর স্থানে ব্যাট করার কথা দক্ষিণী অলরাউন্ডারের। শুক্রবার তিনি-ই অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন। দলের সঙ্গে নেট বোলার হিসেবে ইংল্যান্ডে গিয়েছেন খলিল আহমেদ। অনুশীলনে খলিলের খাটো লেংথের বল পুল করতে গিয়ে চোট পান বিজয়।
আরও পড়ুন
চোট লাগার পরেই বরফ ঘষতে ঘষতে বেরিয়ে যান তিনি। যাতে আশঙ্কার চোরাস্রোত বয়ে গিয়েছিল ভক্তদের কাছে। প্রথমে তাঁর ইনজুরি আপডেট না দেওয়া হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের ঠিক আগে বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়, হাতের কোনও হাড় ভাঙেনি।
৫ জুন ভারতের বিশ্বকাপে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচের আগে বিজয় শঙ্কর ফিট হয়ে উঠবেন কিনা, তা নিয়ে অবশ্য বিশদে কিছু জানানো হয়নি। সবমিলিয়ে বিজয়ের চোটে রীতিমতো বেকায়দায় টিম ইন্ডিয়া। দক্ষিণী অলরাউন্ডারকে একান্তই না পাওয়া গেলে, প্ল্যান-বির বন্দোবস্ত করতে হবে কোহলি অ্যান্ড কোং-কে। এবং তা শীঘ্রই।