ভারত সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ৪৮ ঘণ্টা হতে চলল। ধিকি ধিকি অসন্তোষের আবহ এখন দেশের ক্রিকেটে। চুল চেরা বিশ্লেষণ চলছে ভারতের ব্যাটিং ব্যর্থতার। এর মধ্যেই টুকরো টুকরো চিত্র উঠে আসছে টিম ইন্ডিয়ার অন্দরমহল থেকে। যা মোটেই সদর্থক বার্তা দিচ্ছে না। ঘটনা বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচেই। সেই ম্যাচেই কোহলি-শাস্ত্রীর বাগযুদ্ধ দেখে উঠে আসছে চিরচেনা প্রশ্ন, সাজঘরের চিত্রটা কী তাহলে এমনটাই!
পন্থের আউট হওয়ার পরে কোহলি সরাসরি শাস্ত্রীর কাছে গিয়ে অঙ্গভঙ্গী করেছিলেন। কোহলি যে পন্থকে পছন্দ করেন না, এতেই স্পষ্ট। ২৪০ রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডারকে মুড়িয়ে দিয়েছিলেন ম্যাট হেনরি। লোকেশ, রোহিত এবং বিরাট আউট হওয়ার পরে ঋষভ পন্থকে দীনেশ কার্তিক ও ধোনির আগে ক্রিজে পাঠানো হয়েছিল। অন্যপ্রান্তে হার্দিক পাণ্ডিয়া ব্যাট করছিলেন তখন ক্রিজে। ৫৫ বলে ৩২ রানে ব্যাটিং করছিলেন ঋষভ। ক্রিজে বেশ থিতুও হয়ে গিয়েছিলেন। সেই সময়েই অধৈর্য্য হয়ে স্যান্টনারের বল মিড অন দিয়ে হাকাতে গিয়ে ক্যাচ তুলে আউট হন পন্থ।
আরও পড়ুন আউট হয়ে কেঁদে ভাসালেন ধোনি! হৃদয় ভাঙল একশো কোটির, রইল ভিডিও
কার্যত টি টোয়েন্টি খেলার মেজাজে আউট হওয়ার পরেই মেজাজ হারিয়েছিলেন কোহলি। দৃশ্যত অসন্তুষ্ট কোহলি সরাসরি শাস্ত্রীর কাছে গিয়ে উত্তেজিত হয়ে কথাবার্তা চালাতে থাকেন। পন্থের এভাবে আউট হওয়া যে কোহলি ভালভাবে মেনে নেননি, ছোট্ট এই চিত্রেই পরিষ্কার।
বিশ্বকাপে প্রাথমিক স্কোয়াডে ঋষভ পন্থের জায়গা হয়নি। তবে পরে চোট পাওয়া শিখর ধাওয়ানের জায়গায় স্কোয়াডে সুযোগ মেলে তাঁর। কার্যত কোহলির অঙ্গুলিলেহনেই যে পন্থকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি, শাস্ত্রী-কাণ্ডের পরেই তা পরিষ্কার।
টিম ইন্ডিয়ার সুখী চিত্রই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। পন্থ-কাণ্ডের পরে প্রশ্ন উঠে গিয়েছে, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম সত্যি এত সাজানো গোছানো তো, নাকি অন্তর্দ্বন্দ্বে পূর্ণ!