Advertisment

চরম অপমান বিরাট কোহলিকে, প্রথম ম্যাচে খেলতে নামার আগেই তীব্র আক্রমণ

ICC Cricket World Cup 2019: মাঠের লড়াইয়ে নামার আগে রাবাদা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোহলিকে কেউ পালটা কিছু বললে মোটেই ও মেনে নিতে পারে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli_amp

রাবাদাকে মুখের মতো জবাব দিতে মরিয়া বিরাট (টুইটার)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলতে নামবে। মাঝে বাকি চারদিন। তবে তার আগেই বাগযুদ্ধ শুরু হয়ে গেল। কাগিসো রাবাদা সরাসরি কোহলিকে 'অপরিণত' বলে দিলেন। যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেল। রাবাদা মাঠে মানেই আলোচনা। হয় ভাল পারফরম্যান্স, না হয় বাঁধনছাড়া আবেগ- কাগিসো রাবাদা বাইশ গজে আলোচনায় উঠে এসেছেন। এবারে কোহলিকে মাঠের বাইরে বাউন্সার দিয়ে ফের একবার বিতর্ক তৈরি করলেন তিনি।

Advertisment

মাঠের লড়াইয়ে নামার আগে রাবাদা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোহলিকে কেউ পালটা কিছু বললে মোটেই ও মেনে নিতে পারে না। বিতর্কিত সেই সাক্ষাৎকারে প্রোটিয়াজ তারকার বক্তব্য, "দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচে বিরাট আমার বলে বাউন্ডারি হাকিয়েছিল। তারপরে আমাকে এসে কিছু একটা বলে। আমার প্রত্যুত্তরে বিরাট রেগে যায়। পেশাদারি ক্রিকেটে এরকম ঘটনা আকছার হয়। বিরাট অপরিণত মনোভাবের পরিচয় দিয়েছিল।"

আরও পড়ুন

বিশ্বকাপের আগেই ‘হারাল’ কোহলির ব্যাট, বিষণ্ণ তারকা জানালেন কাহিনী

পাশাপাশি রাবাদা আরও জানিয়েছেন, "আমাকে কেউ যদি এসে বলে, তুমি দুর্বল, তোমাকে মারব। তা হলে আমি উত্তেজিত হয়ে যাওয়াটা স্বাভাবিক।" আইপিএল দ্বৈরথে রাবাদা কোহলিকে সেই বাগযুদ্ধের পরেই শরীর লক্ষ্য করে বল করেছিলেন।

রাবাদা বনাম কোহলি দ্বৈরথ আইপিএলে শুরু। সেটাই চলছে বিশ্বকাপেও। প্রথম ম্যাচে রাবাদা বনাম কোহলি যুদ্ধে কে শেষ হাসি হাসে, তার জন্য প্রহর গোনা শুরু হয়ে গেল। প্রসঙ্গত, উদ্বোধনী ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের সামনে শুরুতেই বড় ব্যবধানে হারতে হয়েছে রাবাদাদের। ভারতের বিরুদ্ধে রাবাদারা কেমন খেলেন, সেটাও দেখার।

cricket Virat Kohli ICC Cricket World Cup
Advertisment