ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 'নেই' কোহলি-বুমরা, বিশ্বকাপের মাঝেই বড় খবর

ICC Cricket World Cup 2019: টানা ক্রিকেট খেলার কারণে কোহলি-বুমরার বিশ্রাম প্রাপ্য। ওদের বিশ্রামে পাঠানোর বিষয়টি প্রায় পাকা। পাশাপাশি আরও কিছু সিনিয়র ক্রিকেটারদেরও বিশ্রামে পাঠাতে পারে বোর্ড।

ICC Cricket World Cup 2019: টানা ক্রিকেট খেলার কারণে কোহলি-বুমরার বিশ্রাম প্রাপ্য। ওদের বিশ্রামে পাঠানোর বিষয়টি প্রায় পাকা। পাশাপাশি আরও কিছু সিনিয়র ক্রিকেটারদেরও বিশ্রামে পাঠাতে পারে বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli and jasprit bumrah

বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা (টুইটার)

চলতি সপ্তাহের বৃহস্পতিবারেই ভারত মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের। এমনিতে শেষ চারে টিম ইন্ডিয়ার ওঠা প্রায় পাকা। তবে নিজেদের পজিশন আরও মজবুত করতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে চায় টিম ইন্ডিয়া। সেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই নাকি বিশ্রামে পাঠানো হতে পারে কোহলি ও বুমরাকে। অবশ্য বিশ্বকাপ নয়। বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন নিয়েই আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, সেখানেই বলা হচ্ছে, দলের সেরা বোলার ও ব্যাটসম্যানকে বাইরে রেখেই খেলবে টিম ইন্ডিয়া।

Advertisment

বিশ্বকাপের ঠিক পরেই অগস্টের ৩ তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ভারত খেলতে হোল্ডারদের বিপক্ষে। সেই সিরিজের দল নির্বাচন নিয়ে এখন থেকেই নির্বাচকরা ভাবনা চিন্তা শুরু করেছেন। ক্রমাগত ক্রিকেট খেলে চলেছেন জাতীয় দলের অধিকাংশ তারকা। অস্ট্রেলিয়া সিরিজ, তারপর আইপিএল এবং বিশ্বকাপ। টানা ক্রিকেট খেলে ক্লান্ত ক্রিকেটারদের রোটেশন পলিসিতে খেলানো হবে ক্যারিবিয়ান সফরে। জানা গিয়েছে বুমরা ও কোহলি সীমিত ওভারের ক্রিকেট না খেললেও টেস্ট ক্রিকেটে খেলবেন।

আরও পড়ুন

মাঠের মধ্যেই ‘অভব্যতা’! বিশ্বকাপের মধ্যেই বড়সড় শাস্তি কোহলির

Advertisment

সংবাদসংস্থাকে দেওয়া বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, টানা ক্রিকেট খেলার কারণে কোহলি-বুমরার বিশ্রাম প্রাপ্য। ওদের বিশ্রামে পাঠানোর বিষয়টি প্রায় পাকা। পাশাপাশি আরও কিছু সিনিয়র ক্রিকেটারদেরও বিশ্রামে পাঠাতে পারে বোর্ড। সেই তালিকা যদিও এখনও চূড়ান্ত করেনি বোর্ড।

সেখানে আরও বলা হয়েছে, বিশ্বকাপের ফাইনালে ভারত উঠতে ১৪ জুলাই পর্যন্ত ক্রিকেটারদের খেলতে হবে। তারপরে বিশ্রাম না দেওয়া হলে আবার সপ্তাহ দুয়েকের মধ্যেই মাঠে নামতে হবে। ক্রিকেটারদের বিশ্রাম পাওয়ার বিষয়টি উপলব্ধি করেই বোর্ড কার্যত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন দল খেলাতে পারে। কিছুদিনের মধ্যেই সরকারিভাবে স্কোয়াড ঘোষণা করা হবে।

Virat Kohli West Indies Cricket World Cup