পাকিস্তানের সবুজ রংয়ের জার্সি। পিছনে লেখা জার্সির নম্বর, ১৮! কোনও অবাক হওয়ার মতো ঘটনা নয়। তবে এরপরের ঘটনা চমকে দেবে যে কোনও কাউকে। কারণ, সেই জার্সি পড়েছেন স্বয়ং 'বিরাট কোহলি'। বিশ্বকাপের মাঝেই এমন ঘটনায় চমকে উঠছে সবাই। তবে আসল বিরাট কোহলি নন। পাকিস্তানের কোনও অত্যুৎসাহী বিরাট-প্রেমী এমন জার্সি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক সোহেল ইমরান টুইটারে এমন ছবি পোস্ট করতেই চাঞ্চল্য। সেই পোস্টে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় বিরাট কোহলির নাম লেখা পাকিস্তানের জার্সি পরে মোটরবাইক চালাচ্ছেন এক যুবক। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।
আগামী রবিবার ১৬ জুন পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে। তার আগেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যেন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন জনৈক পাক যুবক। কোহলি এখন বিশ্বের সর্বত্রই জনপ্রিয়। বিশ্বক্রিকেটের পোস্টার বয় তিনি। অন্যান্য খেলার কিংবদন্তিরা মাঝেমধ্যেই কোহলিকে শুভেচ্ছা জানান। ফেডেরার থেকে জন সেনা, টমাস মুলার, হ্যারি কেন-দের বিশেষ বন্ধু তিনি।
পাশাপাশি শত্রু দেশেও বিরাট কোহলি-র সমাদৃত হচ্ছেন তাঁর মাঠ ও মাঠের বাইরের কীর্তিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই যেমন। স্টিভ স্মিথকে দুয়ো দিতে থাকা ভারতীয় সমর্থকদের কাণ্ডে রীতিমতো মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্মিথের পাশে দাঁড়িয়ে সমর্থকদের এমন কীর্তিতে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এমন ঘটনায় অজি মুলুকে চরম বিরাট-বিদ্বেষীরাও কোহলির জন্য সৌজন্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বন্ধুত্বের বার্তা দিয়েছেন। দেশ ও বিদেশে ক্রমাগত কোহলির জনপ্রিয়তার পরিচয়ই যেন এই ছবি।
শুধু কোহলি-ই নন। ধোনিও উত্তুঙ্গ জনপ্রিয়তার শরিক। বিশ্বকাপ শুরুর আগেই এক পাক সমর্থক পাকিস্তানের বিশ্বকাপ জার্সিতে ধোনির নাম লিখেছিলেন। সেই ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উদ্দীপনার তৈরি হয়েছিল। এবার কোহলি! বাইশ গজে নামার আগেই শান্তি ও সম্প্রীতির এমন বেনজির বার্তায় উদ্বেল ক্রিকেট বিশ্ব।