Advertisment

ICC Cricket World Cup 2019: ধোনির ছক্কার পরেই বিরাটের গালি! ভাইরাল ভিডিওয় শুরু বিতর্ক

বাংলাদেশকে অনুশীলন ম্যাচে হারিয়ে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের ওপেনিং ব্যাটসম্যানরা রান পাননি। তবে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি-র মারকাটারি ইনিংস ভারতীয় সমর্থকদের মন জুড়িয়ে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
dhoni_lead

ধোনিকে নিয়ে বিশ্বকাপের মাঝেই বিতর্ক শুরু (ফেসবুক)

বিরাট কোহলির মুখে নাকি অশ্লীল শব্দ! অন্তত নেটিজেনরা তাই বলছে। ভারত-বাংলাদেশ ম্যাচের পরেই বিরাট কোহলির অশ্রাব্য শব্দ উচ্চারণ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যদিও তিনি সত্যিই সেই শব্দ উচ্চারণ করেছিলেন কিনা, তা নিয়েও বেশ ধন্দ রয়েছে। এমনই অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল ভারত বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ।

Advertisment

বাংলাদেশকে অনুশীলন ম্যাচে হারিয়ে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের ওপেনিং ব্যাটসম্যানরা রান পাননি। তবে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি-র মারকাটারি ইনিংস ভারতীয় সমর্থকদের মন জুড়িয়ে দিয়েছে। ২০১৭ সালে শেষ বার জাতীয় দলের জার্সিতে শতরান হাকিয়েছিলেন মাহি। তারপরে ফের একবার সেঞ্চুরি মাহির। ধোনির ওয়ান ডে ক্রিকেটে কার্যকারিতা নিয়ে ইদানীং প্রশ্ন উঠে গিয়েছিল। তবে ব্যাটের আঘাতে সেই সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়েছেন কার্ডিফে।

ICC Cricket World Cup 2019: সিনেমা হলেই এবার বিশ্বকাপ! কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য অভিনব উদ্যোগ আইনক্সের

তার উপরে উপরি পাওনা হিসেবে ছক্কা মেরেই তিন অঙ্কের রানে পৌঁছেছেন মাহি। আর এই সময়েই যত গণ্ডগোল! ধোনির শতরান হাঁকানো ছক্কা দেখে এতটাই উৎফুল্ল হয়ে পড়েছিলেন কোহলি, যে মুখ দিয়ে রীতিমতো অশ্রাব্য গালিও দিয়ে ফেলেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ১৬ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতেই প্রাণবন্ত কোহলিকে দেখা যাচ্ছে ধোনির ওভার বাউন্ডারিতে উৎফুল্ল হয়ে উঠতে। সেই সময়ে কোহলি কী বলছেন, তা স্পষ্ট শোনা না গেলেও লিপ রিড করে অনেকেই নাকি গালি-র ইঙ্গিত পেয়েছেন। অবশ্য পুরোটাই আনন্দের আতিশয্যে।



নেট দুনিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটি পোস্ট করেন কমেডিয়ান পাপা সিজে নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সেই ভিডিও-র ক্যাপশনে কিছুটা মজা করে তিনি লিখেছেন, "ক্লাসিক ধোনি এবং ক্লাসিক বিরাট।"

cricket Virat Kohli MS DHONI Cricket World Cup ICC
Advertisment