/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/pak_afg.jpg)
পাকিস্তানের বিপক্ষে দুর্ধর্ষ আফগানিস্তান (টুইটার)
পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরানকে 'ম্যান অফ দ্য ম্যাচ' বাছাই করা হয়েছে। ৮৭ রানের ইনিংসে জাদরান দুর্ধর্ষ খেললেন সোমবার। আর পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তিনি জয় উৎসর্গ করলেন পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া আফগান শরণার্থীদের।
২৮৩ রানের টার্গেট চেজ করতে নেমে আফগানিস্তান তারকা ওপেনিং পার্টনারশিপে রহমনুল্লাহ গুরবাজের (৬৫) সঙ্গে ১৩০ রান তুলে দেন। গুরবাজ আউট হয়ে গেলেও তিনে নামা রহমত শাহের সঙ্গে আরও একটা ৬০ রানের পার্টনারশিপ গড়ে যান। এরপরে হাসান আলির বলে ইব্রাহিম জাদরান আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে ৯৬ রানের ম্যাচ-জয়ী পার্টনারশিপ গড়েন ক্যাপ্টেন হাসমাতুল্লাহ শাহিদি এবং রহমত শাহ।
ম্যাচ সেরা পুরস্কার নেওয়ার সময় ইব্রাহিম জাদরান সম্প্রচারকারী চ্যানেলে জানিয়ে দেন, "এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার সেই সমস্ত মানুষদের উৎসর্গ করতে চাই যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
Brave of Afghan player Ibrahim Zadran to dedicate his Man of the Match award to Afghan refugees in Pakistan who are being forced to leave without any humanity.
Global embarrassment for Pakistan at Cricket World Cup in India. Not just defeat but resilience of Afghans. #PAKvsAFGpic.twitter.com/HrNAMHKxW6— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 23, 2023
গত কয়েক বছর ধরেই পাকিস্তানে বসবাসকারী আফগানদের চিহ্নিত করে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। অসহায় আফগানিস্তানিদের কথা এবার বিশ্বকাপের মঞ্চে তুলে ধরলেন ইব্রাহিম জাদরান।
Dear haters please note
Ibrahim Zadran the MoM has dedicated his award to Afghans who were persecuted and forcibly being sent back from Pakistan to Afghanistan !!!!#PAKvsAFGpic.twitter.com/EXxZySA5Ez— Rishi Bagree (@rishibagree) October 23, 2023
গত কয়েক ম্যাচ ধরেই ভালো শুরু করেও বড় স্কোর গড়তে ব্যর্থ হচ্ছিলেন তারকা। তবে পাকিস্তান ম্যাচে খেললেন জান লাগিয়ে। পায়ে ক্র্যাম্প লাগলেও ছাড়েননি। "এমন বড় টুর্নামেন্টে পারফর্ম করতে পারছি, এই জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে চাই। ক্রিজে নেমে বেশিক্ষণ ব্যাট করার লক্ষ্য ছিল। যাতে দলের হয়ে রান করতে পারি।" বলেছেন তিনি।
Wow What a Big Win for Afghanistan and Thank you @IrfanPathan Sir for Celebrate this Win with us.🇦🇫👏
Thank You Bharat🇮🇳#AFGvsENG#PAKvsAFG#CWC23pic.twitter.com/8bbj842YLh— Pathan Bhai (@PathanBhaiii) October 23, 2023
ওপেনিং পার্টনার রহমনুল্লাহ গুরবাজকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। অনুর্ধ্ব-১৯ পর্যায় থেকে একসঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন দুজনে। "বহুবার গুরবাজের সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়েছি। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। যুব ক্রিকেট খেলার সময় থেকেই একসঙ্গে খেলছি আমরা। ও খুব ভালো মোটিভেটর। নিজের জন্য, দেশের জন্য গর্বিত লাগছে।" বলে দিয়েছেন ইব্রাহিম জাদরান।
And that moment....
❤️🇦🇫#AFGvsPAK#PAKvsAFG#Afghanistan#kabul#RashidKhan#irfanpathan#23Oct#AfghanAtalanpic.twitter.com/OhH8nUWAqa— Rashid Samoon🇦🇫 (@Rashidsamoon01) October 23, 2023
ওয়ানডেতে এর আগে একবার-ও পাকিস্তানকে হারাতে পারেনি আফগানিস্তান। ৭ বারের মুখোমুখি সাক্ষাতে সাতবার-ই হার হজম করতে হয়েছিল। তবে সেই পরিসংখ্যান বদলে গেল সোমবার। চলতি টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয় জয় পেল আফগানিস্তান। এর আগে ইংল্যান্ডকে হারিয়েছে আফগান বাহিনী। সবমিলিয়ে বিশ্বকাপে তিনটে জয়ের সাক্ষী থাকল তাঁরা। ২০১৫-য় স্কটল্যান্ডকে হারায় আফগানরা। ২০১৯-এর বিশ্বকাপ সংস্করণে একটি ম্যাচ-ও জিততে পারেনি তাঁরা। তবে এবার জোড়া জয় এল দুই হেভিওয়েট দেশের বিপক্ষে। আগামী সোমবার পুনেতে আফগানিস্তান পরবর্তী ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।