Advertisment

আফগানিস্তানের জয়ে কেঁদে ফেলার দশা পাকিস্তানের! একসঙ্গে খাদের কিনারায় ৩ বড় টিম

সেমিফাইনালের দিকে আরও অগ্রসর হল আফগানিস্তান

author-image
IE Bangla Sports Desk
New Update
pak-afg

পাকিস্তানকে চাপে ফেলে দিল আফগানিস্তান (টুইটার)

বিশ্বকাপে আফগানিস্তানের স্বপ্নের দৌড় চলছে। সেই স্বপ্নের রথে সওয়ারি হয়ে এবার সেমিফাইনালের আরও কাছাকাছি চলে গেল আফগানিস্তান। শুক্রবার নেদারল্যান্ডসকে কার্যত একপেশে ম্যাচে ৭ উইকেটে হারাল আফগানরা। ডাচ বাহিনীর ১৮০ রান চেজ করে আফগানিস্তান জিতল হাতে ৭ উইকেট নিয়ে। তা-ও মাত্র ১৮.৩ ওভার বাকি থাকতে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার পর এবার আফগানদের শিকার হতে হল নেদারল্যান্ডসকে।

Advertisment

লিগ টেবিলে নিচে নেমে গেল পাকিস্তান: আফগানিস্তান এই দূরন্ত জয়ের সঙ্গেই লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানরা। পাকিস্তানকে ছয়ে ঠেলে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে আপাতত একই পয়েন্টে রয়েছে আফগানিস্তান। যদিও অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচ বেশি খেলেছে আফগানিস্তান।

শনিবার সকালে পাকিস্তান মরণ বাঁচন ম্যাচে খেলতে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে যথেষ্ট যা খারাপ সংবাদ পাকিস্তানের কাছে। এমনিতে শেষ চারে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের প্রধান প্রতিপক্ষ পাকিস্তান। ৭ ম্যাচে ৩ জয় সমেত ৬ পয়েন্ট নিয়ে বাবর বাহিনী রয়েছে ছয় নম্বরে। পাক দল নিজেদের শেষ দুই ম্যাচে খেলবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে।

তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, পাকিস্তান শেষ দুই ম্যাচ জিতে যায়, তাহলে পাকিস্তান সর্বোচ্চ ১০ পয়েন্টে পৌঁছতে পারে। অন্যদিকে, আফগানিস্তান শেষ দুই ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আফগানিস্তান যদি শেষ দুই ম্যাচে জেতে তাহলে পাকিস্তানের জোড়া ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ছিটকে যাবেন বাবররা। অন্যদিকে, পাকিস্তান শেষ দুই ম্যাচে জয়ের সঙ্গে আফগানিস্তান যদি একটিও ম্যাচ জেতে তাহলেও দুই দলের পয়েন্ট একই দাঁড়াবে। তখন নেট রানরেট বিবেচ্য হবে।

পাকিস্তান চাইবে আফগানদের পাশাপাশি কিউইদের হিসাবের বাইরে পাঠাতে। সেক্ষেত্রে শনিবার পাকিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। এবং টম ল্যাথামের দল গ্রুপের শেষ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হারবে, এমনটাই আশা করছে পাকিস্তান।

শনিবার মেগা ডাবল হেডার। সকালে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পর বিকালে অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তান যদি কিউইদের বিপক্ষে জিতে যায়। তাহলে সেমিফাইনালের দৌড় চিত্তাকর্ষক হয়ে দাঁড়াবে। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান- তিন দলই সম সংখ্যক পয়েন্টে পৌঁছে যাবে। আর অস্ট্রেলিয়া যদি ইংরেজদের কাছে হেরে বসে তাহলে নকআউটের লড়াই খুল্লামখুল্লা হয়ে দাঁড়াবে। তখন আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া একই পয়েন্টে থাকবে। এবং আফগানদের গ্রুপে অস্ট্রেলিয়া ম্যাচ (৭ নভেম্বর) কার্যত অলিখিত কোয়ার্টার ফাইনালের রূপ নেবে।

শনিবার নিউজিল্যান্ড জিতলেই ছুটি তিন দলের: শনিবার নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান হেরে বসলে কিউইরা ১০ পয়েন্টের স্টেশনে পৌঁছে যাবে। বাবর আজমরা ছয় নম্বরেই আটকে থাকবে। শেষ ম্যাচ জিতলেও পাকিস্তান সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করতে পারে। শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস ইতিমধ্যেই পাঁচ হার হজম করেছে। এই তিন দল-ও সর্বোচ্চ ৮ পয়েন্টে পৌঁছতে পারে।

ভারত ইতিমধ্যেই সেমিফাইনালের দরজা খুলে ফেলেছে ১৪ পয়েন্ট অর্জন করে। দক্ষিণ আফ্রিকাও ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। এই দুই দল বাকিদের ধরা ছোঁয়ার বাইরে। নিউজিল্যান্ড শনিবার ১০ পয়েন্ট অর্জন করে ফেললে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস যে শীর্ষ দলগুলিকে ছুঁতে পারবে না, এটাও নিশ্চিত। ৭ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তান মুখোমুখি হবে। এই দুই দলই ৮ পয়েন্ট অর্জন করেছে। সেই ম্যাচের জয়ী দল-ও ১০ পয়েন্টে চলে যাবে। যা পাকিস্তান, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের থেকে বেশি। সবমিলিয়ে, নিউজিল্যান্ড জিতলেই একসঙ্গে তিন দলের বিদায় ঘটে যাবে শনিবার।

আফগানিস্তানের রানরেট: আফগানিস্তানের চিন্তার বিষয় একটাই, নেট রানরেট। বর্তমানে আফগানিস্তানের রানরেট -০.৩৩০। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মত শীর্ষ সারির দলের বিপক্ষে জিতে নেট রানরেট বাড়ানো- অনেক বড় চ্যালেঞ্জিং আফগানিস্তানের কাছে।

ঘটনা যাই হোক, শুক্রবারের আফগানিস্তানের জয়ে যে বেশ বেকায়দায় পাকিস্তান- তাতে সন্দেহ নেই।

Afghanistan Cricket World Cup ICC Cricket World Cup Afghanistan Cricket Team Netherlands Cricket Team pakistan Pakistan Cricket Team Netherlands Pakistan Cricket
Advertisment