New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/rahmanullah-gurbaz.jpg)
হৃদয় ভরিয়ে দেওয়ার কীর্তি গুরবাজের (টুইটার)
হৃদয় কতটা বড় হলে এই কীর্তি করা যায়, ভিডিও না দেখলে বিশ্বাস-ই হবে না
হৃদয় ভরিয়ে দেওয়ার কীর্তি গুরবাজের (টুইটার)
মাঠের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন আফগান তারকারা। কয়েকদিন আগেই এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিলেন। বিশ্বকাপে নিজেদের দুর্ধর্ষ পারফরম্যান্সে এশিয়ার দ্বিতীয় সেরা শক্তি হিসেবে উঠে এসেছে আফগানিস্তান।
বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয়বারের জন্য অংশগ্রহণ করতে নেমেছিল আফগানিস্তান। আগের দুটো বিশ্বকাপ সংস্করণে আফগানিস্তান মাত্র একটি জয় পেয়েছিল। এবার অবশ্য সেরার সেরা পারফরম্যান্স মেলে ধরেছে হাসমাতুল্লাহ শাহিদির দল। পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত তিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলকে মাটি ধরানোর পর আফগানদের হাতে বধ হয়েছে অন্য এক উদীয়মান শক্তি নেদারল্যান্ডস-ও। চারটে জয় নিয়ে আফগানিস্তান একসময় সেমির দৌড়ে নিউজিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে ভালোভাবে লড়াইয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেননি রশিদ খানরা। ম্যাক্সওয়েলের বিশ্বকাপের ইতিহাসে সেরা ইনিংস ছিটকে দিয়েছিল আফগানদের সেমিতে পৌঁছনোর স্বপ্ন। শেষ ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে হারে অভিযান খতম করেছে আফগানিস্তান।
স্মরণীয় বিশ্বকাপ অভিযানের পর মাঠের বাইরেও এবার হৃদয় জিতলেন আফগান তারকারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় এবার কেকেআরে খেলা আফগান উইকেটকিপার ব্যাটার রহমনুল্লাহ গুরবাজকে দেখা গিয়েছে, রাস্তায় বসবাসকারী ঘুমন্ত ব্যক্তিদের কাছে ৫০০ টাকার নোট ছড়িয়ে রাখতে। তাঁদের অজান্তে।
‼️WATCH : Visuals of Rahmanullah Gurbaz silently giving money to needy people on streets win hearts on internet.#RahmanullahGurbaz #Afghanistan #INDvNED #INDvsNED #IndiaVsNetherlands #AfghanistanCricket #viralvideo #India pic.twitter.com/GxwYZ222Q9
— TIKHNADRISHTI (@tikhnadrishti) November 12, 2023
ভিডিওটি তোলেন এক রেডিও জকি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল। ভারত এখন দিওয়ালিতে মেতে। আলোর উৎসবে সামিল হয়েছে গোটা দেশ। তবে পথে বসবাসকারীদের দুর্ভোগ তো ঘোচার নয়। দিওয়ালিতে যেন উপহারের ডালি হাতে মন খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য হাজির হলেন আফগান তারকা। যেন তিনি সাক্ষাৎ সান্তা ক্লজ।
আহমেদাবাদে গুরবাজের এমন হৃদয় ভরিয়ে দেওয়া কীর্তি ভাইরাল হতেই কুর্নিশ করছেন সকলে। সত্যি আফগানদের হৃদয়ের তুলনা যে তাঁরা নিজেই।