scorecardresearch

বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ কোথায়, কোন মাঠে! বিরাট আপডেট IPL-এর মধ্যেই

২০১৬-র পর এই প্ৰথমবার ভারতের মাটিতে বসছে দুই দেশের ক্রিকেট আসর

বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ কোথায়, কোন মাঠে! বিরাট আপডেট IPL-এর মধ্যেই

অক্টোবর-নভেম্বরেই ওয়ানডে বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপের সবথেকে হাইপ্রোফাইল ভারত-পাক ম্যাচের ভেন্যু প্রায় চূড়ান্ত হয়ে গেল। ইন্দো-পাক দ্বৈরথ দেখা যাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০১৬ সালের পর এই প্রথমবার ভারতের মাটিতে দুই দলের দ্বৈরথ দেখা যাবে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। একসঙ্গে ১ লাখের বেশি দর্শক খেলা উপভোগ করতে পারেন। বিদেশ থেকে পর্যাপ্ত দর্শক এই ম্যাচ দেখতে ভারতে পাড়ি দেবেন। আগাম তা আঁচ করেই মোদি স্টেডিয়ামে ফেলা হচ্ছে ভারত-পাক ম্যাচ।

জানা যাচ্ছে, আইপিএল শেষ হলেই বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে সাড়ম্বরে বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেওয়া হবে। বিশ্বকাপের সূচনা হবে ৫ অক্টোবর। ভেন্যুর স্বল্পবাছাইয়ের তালিকায় জায়গা পেয়েছে নাগপুর, বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনৌ, গুয়াহাটি, কলকাতা, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর, ধর্মশালা। তবে সাতটা ভেন্যুতে ভারতের লিগ ম্যাচ আয়োজিত হবে। একমাত্র আহমেদাবাদে দুটো ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া।

জানা যাচ্ছে, পাকিস্তান নিরাপত্তার কারণে নিজেদের অধিকাংশ ম্যাচ খেলতে পারে চেন্নাই এবং বেঙ্গালুরুতে। এছাড়াও পাকিস্তানের তরফে কলকাতার ইডেন গার্ডেন্স-কেও ভেন্যু হিসাবে চাওয়া হচ্ছে। একইভাবে বাংলাদেশ নিজেদের অধিকাংশ ম্যাচ খেলতে চাইছে কলকাতা এবং গুয়াহাটিতে। যাতে নিজেদের দেশ থেকে খুব বেশি দূর ট্র্যাভেল না করতে হয়।

অক্টোবর-নভেম্বরেও বর্ষার প্রকোপ থাকে। তাই দক্ষিণ ভারতে নভেম্বরের প্ৰথম সপ্তাহের মধ্যে সমস্ত ম্যাচ খতম করে ফেলতে চাইছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের তরফে ভারতের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছে। কোহলিরা কোথায় ম্যাচ খেলতে পছন্দ করবেন, সেই বিষয়ে। সূত্রের খবর, ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে এমন ভেন্যুতে ম্যাচ খেলতে চাইছে যেখানে স্পিনাররা পর্যাপ্ত পরিমাণে সাহায্য পায়। হোম এডভান্টেজ হিসাবে ভারতের পছন্দ স্লো টার্নার।

বোর্ডের সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, “ঘরের মাঠে গত কয়েক বছরে ভারতীয় দল স্লো পিচে তুলনামূলকভাবে ভালো পারফর্ম করেছে। তাই টিম ম্যানেজমেন্টের তরফে অনুরোধ করা হয়েছে, যখনই সূচি তৈরি করা হবে, ভারতীয় দলকে যেন শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে স্লো পিচে খেলানো হয়। ওঁরা ঘরের মাঠের পূর্ণ ফায়দা তুলতে প্রস্তুত।”

সূত্রের খবর, রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর তরফে ইতিমধ্যেই বোর্ডের কাছে ভেন্যুর উইশলিস্ট জমা দেওয়া হয় গিয়েছে। তবে ভেন্যু বাছাইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড-ই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ ফেলা হতে পারে চিদাম্বরম স্টেডিয়ামে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও স্লো পিচে খেলবে ভারত।

বিশ্বকাপের আগে গোটা দেশে স্টেডিয়াম আধুনিকীকরণের জন্য বোর্ডের তরফে ৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। বোর্ড সচিব জয় শাহ আগেই বলেছিলেন, পরিকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার শৌচালয়, বসার আসন- এসব বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Icc cricket world cup 2023 ahmedabads narendra modi stadium frontrunner to host india pakistan match