এমন ঘটনা আগে কখনও হয়েছে বলে জানা নেই। বিশ্বকাপ খেলতে এসে চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক নাকি বিয়ে চূড়ান্ত করছেন। তাও এমন একটা সময়ে যখন দলের সেমিফাইনালে পৌঁছনোর পথ বেশ সমীকরণ-নির্ভর। তেমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন এবার বাবর আজম।
ভারতে বিশ্বকাপ খেলতে এসেই বিয়ে চূড়ান্ত করলেন পাক অধিনায়ক। পাক দল টানা চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে বাংলাদেশকে হারিয়ে কোনওরকমে শেষ চারের সম্ভবনা বাঁচিয়ে রেখেছে। ভারত-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট কার্যত চূড়ান্ত। বাংলাদেশ বাদে বাকি ছয় দলের কাছেই অঙ্কের বিচারে সেমিফাইনালে পৌঁছনোর সম্ভবনা রয়েছে। এদের মধ্যেই চতুর্থ দল হিসেবে শেষ চারের লড়াইয়ে ফেবারিট নিউজিল্যান্ড।
দুরন্তভাবে বিশ্বকাপ সূচনা করে কিউইরা হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছে দলের একাধিক তারকাদের চোট-আঘাত এবং হারে। পাকিস্তানও প্রবলভাবে রয়েছে সেমিফাইনালের দৌড়।
এমন অবস্থাতেই হঠাৎ করেই বাবরের বিয়ের খবর ভাইরাল। বাংলাদেশ ম্যাচের আগেই বাবর নিজের বিয়ে ফাইনাল করেন। জানা যাচ্ছে, বিশ্বকাপের পরে চলতি বছরের শেষেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। বিয়ের কেনাকাটাও তিনি সেরেছেন কলকাতায়। বিয়ের জন্য ৭ লক্ষ টাকার শেরওয়ানি কিনেছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর বুটিক থেকে। সব্যসাচী বিশ্বের অন্যতম নামি ডিজাইনার। বলিউড সহ গোটা দেশের সেলেবদের পোশাকের ডিজাইন করার যিনি শেষ ঠিকানা। বিয়ের জন্য সেই বাঙালি ডিজাইনারেরই দ্বারস্থ হলেন বাবর আজম। কলকাতাতেই পাঁচতারা হোটেলে বসে লক্ষ লক্ষ টাকার জুয়েলারিও কিনেছেন সুপারস্টার।
এমনিতেই বাবর আজম বিশ্বকাপে এসে অক্রিকেটীয় কারণে শিরোনামে উঠে এসেছেন একাধিকবার। যার সাম্প্রতিকতম হল, পাক মিডিয়ায় বাবরের গোপন চ্যাট ফাঁস। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ নাকি বাবরের ফোন-ই ধরছেন না। পাক প্রচারমাধ্যমে বলা হয়েছে, তিনিই চ্যাট-ফাঁস কাণ্ডের মূল হোতা।
২০১৬-য় টি২০ ওয়ার্ল্ড কাপে খেলতে এসে পাকিস্তানি ক্রিকেটাররাও কলকাতার পার্ক স্ট্রিট থেকে শপিং করেছিলেন। তবে তখন পরিস্থিতি এতটাও উত্তাল ছিল না।
পাক ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপে খেলতে এসে ডায়েটের পথে একদমই হাঁটেননি। যে ভেন্যুতেই গিয়েছেন, ডায়েট খাবার পরিত্যাগ করেছেন। এমনকি কলকাতায় এসে হোটেলের খাবারের বদলে পার্ক সার্কাসের জাম জাম রেস্তোরাঁ থেকে বিরিয়ানি, চিকেন চাপ, কাবাব, ফিরনি অর্ডার করেছিলেন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে।
বারবার অক্রিকেটীয় কারণে শিরোনামে ওঠা বাবর বাহিনীর ফোকাস বিশ্বকাপে রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে বাবরের ব্যাটও এখনও পর্যন্ত শান্ত। ৭ ইনিংসে মাত্র ২১৬ রান করেছেন তিনি। জোড়া হাফসেঞ্চুরি বাদে বাবরের পক্ষে বলার মত কিছু নেই। স্ট্রাইক রেট মাত্র ৭৭। যে কারণে পাক ক্রিকেট মহলে প্রভূত সমালোচনার শিকার হয়েছেন তিনি।
এর মধ্যেই হঠাৎ বিয়ের কারণে বাবর শিরোনামে কলকাতায় এসে।