Advertisment

টাইগারদের গর্জনে শুকিয়ে গেল আফগানিস্তান! বিশাল জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ICC World Cup 2023, Bangladesh vs Afghanistan Cricket match report: সাকিব-মিরাজের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান ব্যাটিং

author-image
IE Bangla Sports Desk
New Update
bangladesh cricket team

দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ (টুইটার)

Bangladesh vs Afghanistan Cricket match report Updates ..

Advertisment

আফগানিস্তান: ১৫৬/১০
বাংলাদেশ: ১৫৮/৪

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। প্ৰথম ম্যাচে আফগানিস্তানকে সহজে হারাল টাইগাররা। হেসেখেলে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। প্ৰথমে ব্যাট করে ১৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল আফগানিস্তান। সেই টার্গেট টাইগাররা চেজ করল হাতে ছয় উইকেট নিয়ে।

ব্যাটে-বলে নায়ক মেহেদি হাসান মিরাজ। প্ৰথমে বল হাতে আফগানিস্তান ব্যাটিংকে স্পিনে নাস্তানাবুদ করে ৩ উইকেট দখল করেন। পরে ব্যাট হাতেও দুরন্ত হাফসেঞ্চুরি করে যান। ম্যাচের সেরা তিনিই।

সম্প্রতি বাংলাদেশ-আফগানিস্তান বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। এশিয়া কাপেও কয়েক সপ্তাহ আগে দ্বৈরথে নেমেছিল দুই দল। তবে সবক্ষেত্রেই জয়ী হয়েছে বাংলাদেশ। তবে দলীয় অন্তর্কলহে দীর্ণ বাংলাদেশ কোনওভাবেই খাটো করেনি আফগানিস্তানকে।

টসে জিতে বাংলাদেশ প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল। শুরুতে নেমে আফগানিস্তান থেমে গিয়েছিল ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজের ঘূর্ণির সামনে। দুজনেই তিনটে করে উইকেট শিকার করেন। প্রথমে আফগানিস্তান বেশ ভালো শুরু করেছিল। দুই ওপেনার ইব্রাহিম জারদান এবং রহমনুল্লাহ গুরবাজ বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। দুজনে প্ৰথম জুটিতেই ৪৭ রান যোগ করে দেন।

ওপেনিং জুটিতে ভাঙন ধরান সাকিব। নবম ওভারে ইব্রাহিম জাদরানকে (২২) ফিরিয়ে ব্রেক থ্রু দেন বাংলাদেশি ক্যাপ্টেন। এরপরে রহমত শাহকেও তুলে নেন তিনি। আফগানিস্তানের রানরেট এরপরেই কমে যেতে থাকে। আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি (১৮) এবং ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (৪৭)কে হাফসেঞ্চুরির ঠিক আগেই পরপর দুই ওভারে আউট করেন মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এরপরে আরও দ্রুত দুই উইকেট হারায় আফগানিস্তান। সাকিব ফেরান নাজিবুল্লা জাদরানকে। তাসকিনের শিকার হয়ে ফেরেন মহম্মদ নবি। শেষদিকে আজমাতুল্লা ওমরজাই বেশ কিছু বিগ হিট হাঁকিয়ে ২০ বলে ২২ করেন। বাকিরা কেউই টিকতে পারেননি। ওমরজাইকে ফেরান শরীফুল্লা ইসলাম।

আফগানিস্তান একসময় ৮৩/১ ছিল। সেখান থেকে টানা উইকেট হারিয়ে ১৫৬-এ বান্ডিল হয়ে যায় দলটি। শেষ ৯ উইকেট আফগানরা হারায় নিজেদের ইনিংসে ৭৫ রান যোগ করার ফাঁকে।

সামান্য রানের টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ মোটেই শুরুটা ভাল করতে পারেনি। মন্থর শুরু করার পর প্ৰথম পাওয়ার প্লে-র মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসানকে। এরপরে মেহেদি হাসান ইনিংসের হাল ধরেন। শান্ত-র তৃতীয় উইকেট পার্টনারশিপে মেহেদি ৯৭ রান যোগ করে ম্যাচের ফয়সালা করে দেন। তিনি হাফসেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরেন। তবে মেহেদিকে আউট করার জোড়া সুযোগ হাতছাড়া করেছিল আফগানিস্তান। নাজিবুল্লা এবং মুজিব-উর-রহমান জোড়া ক্যাচ ফেলে কার্যত ম্যাচের উত্তেজনাতেই জল ঢেলে দেন। শেষবেলায় মেহেদি ফেরার পর সাকিব-ও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে তাতে বাংলাদেশের বড় জয় আটকায়নি।

Bangladesh Cricket World Cup ICC Cricket World Cup Bangladesh Cricket Shakib Al-Hasan Afghanistan Afganistan
Advertisment