Advertisment

শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংস করেছেন জয় শাহ! বিস্ফোরক অভিযোগে ঝড় এবার বিশ্বকাপজয়ী রণতুঙ্গার

জয় শাহের বিপক্ষে মারাত্মক অভিযোগ

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah-ranatunga

জয় শাহের কড়া সমালোচনা রণতুঙ্গার গলায় (টুইটার)

শ্রীলঙ্কান ক্রিকেটের ধ্বংসের কারিগর নাকি বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ। এমন ভাষাতেই এবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে আক্রমন করলেন শ্রীলঙ্কান প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন অর্জুনা রণতুঙ্গা। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটের বিপর্যয়ের জন্য নাকি জয় শাহ দায়ী।

Advertisment

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর-কে রণতুঙ্গা জানিয়েছেন, "শ্রীলঙ্কান ক্রিকেট কর্তাদের সঙ্গে জয় শাহদের (বিসিসিআই) ভালো সম্পর্ক রয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের ধারণা ওঁরা শ্রীলঙ্কান ক্রিকেট দুমড়ে মুচড়ে নিয়ন্ত্রণ করতে পারবে। জয় শাহ-ই শ্রীলঙ্কান ক্রিকেট চালাচ্ছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে গিয়েছে জয় শাহের চাপের মুখে পড়ে। ভারতের একটামাত্র লোক আমাদের দেশের ক্রিকেট ধ্বংস করে দিল। ও (জয় শাহ) এত ক্ষমতাশালী কারণ ওঁর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।"

গত এক সপ্তাহ ধরে শ্রীলঙ্কান ক্রিকেটে চরম ডামাডোল চলছে। বিশ্বকাপে শ্রীলঙ্কা ফিনিশ করেছে নবম স্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ্যতা অর্জন করতে পারেনি দ্বীপরাষ্ট্রের দলটি। আর বিশ্বকাপ বিপর্যয়ের পর শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে পুরো লঙ্কান ক্রিকেট বোর্ড বাতিল করে দেন নিজের ক্ষমতা প্রয়োগ করে। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান পদে নিয়োগ করা হয় অর্জুনা রণতুঙ্গাকে। এই বোর্ড বাতিলের ঘটনা পৌঁছেছে শ্রীলঙ্কান আদালতেও। ক্রীড়ামন্ত্রীর এই নির্দেশের ওপর ১৪ দিনের অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট।

আর দেশের ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির তরফে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কাকে। কেড়ে নেওয়া হয়েছে সদস্যপদ। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা।

Sri Lanka BCCI Sri Lanka Cricket Team ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment