জয় শাহকে অকথ্য ভাষায় অপশব্দ প্রয়োগ করেছিলেন শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। সেই জন্য বিসিসিআই সচিবের কাছে ক্ষমা চাইল শ্রীলঙ্কান সরকার। রণতুঙ্গার ব্যবহারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যে রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে, তাঁদের কথাতেই স্পষ্ট।
কী বলেছিলেন অর্জুনা রণতুঙ্গা?
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর-কে রণতুঙ্গা জানিয়েছিলেন, “শ্রীলঙ্কান ক্রিকেট কর্তাদের সঙ্গে জয় শাহদের (বিসিসিআই) ভালো সম্পর্ক রয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের ধারণা ওঁরা শ্রীলঙ্কান ক্রিকেট দুমড়ে মুচড়ে নিয়ন্ত্রণ করতে পারবে। জয় শাহ-ই শ্রীলঙ্কান ক্রিকেট চালাচ্ছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে গিয়েছে জয় শাহের চাপের মুখে পড়ে। ভারতের একটামাত্র লোক আমাদের দেশের ক্রিকেট ধ্বংস করে দিল। ও (জয় শাহ) এত ক্ষমতাশালী কারণ ওঁর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।”
কোন ঘটনার প্রেক্ষিতে রণতুঙ্গার এমন জোরালো মন্তব্য?
গত দেড় সপ্তাহ ধরে শ্রীলঙ্কান ক্রিকেটে চরম ডামাডোল চলছে। বিশ্বকাপে শ্রীলঙ্কা ফিনিশ করেছে নবম স্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ্যতা অর্জন করতে পারেনি দ্বীপরাষ্ট্রের দলটি। একের পর এক ম্যাচ হার হজম করতে হয়েছে কুশল মেন্ডিস বাহিনীকে। ভারতের কাছে লঙ্কান ব্যাটিং ধসে গিয়েছিল মাত্র ৫৫ রানে। আর বিশ্বকাপ বিপর্যয়ের পর শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে পুরো লঙ্কান ক্রিকেট বোর্ড বাতিল করে দেন নিজের ক্ষমতা প্রয়োগ করে। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান পদে নিয়োগ করা হয় অর্জুনা রণতুঙ্গাকে।
এই বোর্ড বাতিলের ঘটনা পৌঁছেছে শ্রীলঙ্কান আদালতেও। ক্রীড়ামন্ত্রীর এই নির্দেশের ওপর ১৪ দিনের অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জন্য আইসিসির তরফে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে শ্রীলঙ্কাকে। আইসিসির সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে। আগামী বছরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করা নিয়েই সংশয় তৈরি হয়েছে নিষেধাজ্ঞার জেরে। এই ডামাডোলের জন্যই অর্জুনা রণতুঙ্গা জয় শাহের দিকে আঙ্গুল তুলেছিলেন।
শ্রীলঙ্কান কেন্দ্রীয় সরকারের বক্তব্য কী?
রণতুঙ্গার বক্তব্যের জন্য জয় শাহের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে শ্রীলঙ্কান বোর্ড। নিজেদের ক্রিকেটের অব্যবস্থার জন্য অন্য দেশের ক্রিকেট প্রশাসকদের দায়ী করাও ঠিক নয়, বলে জানিয়েছে, লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কান প্রচারমাধ্যম নিউজ ওয়ার-এর খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী কাঞ্চনা উইজশেখারা সংসদে নাকি বলেছেন, "কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের উদ্দেশ্যে যে মন্তব্য করা হয়েছিল তাতে আমরা গভীরভাবে অনুতপ্ত। নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতার জন্য অন্য দেশের ক্রিকেট সচিবের দিকে আঙুল তোলা ঠিক নয়। এটা পুরোপুরি ভুল ধারনা।"
ভুল হয়ে গিয়েছে, আমরা অনুতপ্ত! জয় শাহের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল এই দেশের সরকার
জয় শাহের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল গোটা দেশের সরকার
Follow Us
জয় শাহকে অকথ্য ভাষায় অপশব্দ প্রয়োগ করেছিলেন শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। সেই জন্য বিসিসিআই সচিবের কাছে ক্ষমা চাইল শ্রীলঙ্কান সরকার। রণতুঙ্গার ব্যবহারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যে রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে, তাঁদের কথাতেই স্পষ্ট।
কী বলেছিলেন অর্জুনা রণতুঙ্গা?
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর-কে রণতুঙ্গা জানিয়েছিলেন, “শ্রীলঙ্কান ক্রিকেট কর্তাদের সঙ্গে জয় শাহদের (বিসিসিআই) ভালো সম্পর্ক রয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের ধারণা ওঁরা শ্রীলঙ্কান ক্রিকেট দুমড়ে মুচড়ে নিয়ন্ত্রণ করতে পারবে। জয় শাহ-ই শ্রীলঙ্কান ক্রিকেট চালাচ্ছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে গিয়েছে জয় শাহের চাপের মুখে পড়ে। ভারতের একটামাত্র লোক আমাদের দেশের ক্রিকেট ধ্বংস করে দিল। ও (জয় শাহ) এত ক্ষমতাশালী কারণ ওঁর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।”
কোন ঘটনার প্রেক্ষিতে রণতুঙ্গার এমন জোরালো মন্তব্য?
গত দেড় সপ্তাহ ধরে শ্রীলঙ্কান ক্রিকেটে চরম ডামাডোল চলছে। বিশ্বকাপে শ্রীলঙ্কা ফিনিশ করেছে নবম স্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ্যতা অর্জন করতে পারেনি দ্বীপরাষ্ট্রের দলটি। একের পর এক ম্যাচ হার হজম করতে হয়েছে কুশল মেন্ডিস বাহিনীকে। ভারতের কাছে লঙ্কান ব্যাটিং ধসে গিয়েছিল মাত্র ৫৫ রানে। আর বিশ্বকাপ বিপর্যয়ের পর শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে পুরো লঙ্কান ক্রিকেট বোর্ড বাতিল করে দেন নিজের ক্ষমতা প্রয়োগ করে। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান পদে নিয়োগ করা হয় অর্জুনা রণতুঙ্গাকে।
এই বোর্ড বাতিলের ঘটনা পৌঁছেছে শ্রীলঙ্কান আদালতেও। ক্রীড়ামন্ত্রীর এই নির্দেশের ওপর ১৪ দিনের অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জন্য আইসিসির তরফে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে শ্রীলঙ্কাকে। আইসিসির সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে। আগামী বছরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করা নিয়েই সংশয় তৈরি হয়েছে নিষেধাজ্ঞার জেরে। এই ডামাডোলের জন্যই অর্জুনা রণতুঙ্গা জয় শাহের দিকে আঙ্গুল তুলেছিলেন।
শ্রীলঙ্কান কেন্দ্রীয় সরকারের বক্তব্য কী?
রণতুঙ্গার বক্তব্যের জন্য জয় শাহের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে শ্রীলঙ্কান বোর্ড। নিজেদের ক্রিকেটের অব্যবস্থার জন্য অন্য দেশের ক্রিকেট প্রশাসকদের দায়ী করাও ঠিক নয়, বলে জানিয়েছে, লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কান প্রচারমাধ্যম নিউজ ওয়ার-এর খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী কাঞ্চনা উইজশেখারা সংসদে নাকি বলেছেন, "কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের উদ্দেশ্যে যে মন্তব্য করা হয়েছিল তাতে আমরা গভীরভাবে অনুতপ্ত। নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতার জন্য অন্য দেশের ক্রিকেট সচিবের দিকে আঙুল তোলা ঠিক নয়। এটা পুরোপুরি ভুল ধারনা।"