/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Devon-Conway.jpg)
ENG vs NZ ICC ODI World Cup 2023, Cricket match report:
ইংল্যান্ড: ২৮২/৯
নিউজিল্যান্ড: ২৮৩/১
চার বছর আগে বাউন্ডারির অঙ্কে বিশ্বকাপ খোয়াতে হয়েছিল। সেই রাগ এবার বিশ্বকাপের মঞ্চেই সুদে আসলে মেটাল নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে চূর্ণ করে জিতল ব্ল্যাক ক্যাপসরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে দাঁড়াতেই পারল না ইংরেজরা। ২৮২ রানের টার্গেট চেজ করতে নেমে কিউইরা সেই লক্ষ্যে পৌঁছল মাত্র ১ উইকেট হারিয়ে। ৮২ বল বাকি থাকতে।
আর নিউজিল্যান্ডের প্ৰথম ম্যাচই স্মরণীয় করে রাখলেন বাঁ হাতি ওপেনার ডেভন কনওয়ে। মাত্র ১১৯ বলে দেড়শ করলেন। অপরাজিত থাকলেন ১২১ বলে ১৫২ করে। তিন নম্বরে নামা রচিন রবীন্দ্র ৯৬ বলে ১২৩ করে অন্যপ্রান্তে অপরাজিত থাকলেন।
Rachin Ravindra what a super star his 100 celebration pic.twitter.com/EersK1p0Qu
— Archer (@poserarcher) October 5, 2023
টসে জিতে কিউই ক্যাপ্টেন টম ল্যাথাম বোলিং নিতে দ্বিধা করেননি। তারপর কিউই বোলারদের হয়ে দুরন্ত সূচনা করে যান ম্যাট হেনরি। ইংল্যান্ড শুরু থেকেই উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। তবে জস বাটলার এবং জো রুটের পার্টনারশিপে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইংরেজরা। তবে বাটলার আউট হওয়ার পর থেকেই ইংল্যান্ডের কেউ আর ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি। প্রত্যেক ইংরেজ ব্যাটারই ভালো সূচনা করেও বড় ইনিংস গড়তে পারেননি। একমাত্র জো রুটই ক্রিজে টিকে থাকতে সমর্থ হয়েছিলেন। যদিও তিনি সময় বিবেচনায় ভুল শট হাঁকিয়ে আউট হন।
Devon Conway and Sourav Ganguly
-Both are CAP Number 84
-Both Born on July 8
-Both Left Handers
-Both Made International Debut vs WI
-Both made Test Debut vs ENG
-Both Scored century at Lords in Test Debut
Both are God of off sidepic.twitter.com/aLh5IVo94N#NZvsENG— ICT Fan (@Delphy06) October 5, 2023
বোল্ট প্ৰথম দিকে সেভাবে কার্যকর না হলেও শেষের দিকে স্বমহিমায় ফেরত আসেন। কিউইদের হয়ে বল হাতে সেরা পারফরম্যান্স করে যান মিচেল স্যান্টনার। সেই সঙ্গে গ্লেন ফিলিপসের অফস্পিনেও নাজেহাল হয় ইংল্যান্ড। শেষদিকে ইংল্যান্ডের হয়ে জো রুটের সঙ্গে আদিল রশিদ এবং মার্ক উড ৩২ রানের জুটি গড়ে দলকে ২৮২ পর্যন্ত পৌঁছে দেন।
"They gave us a masterclass in white ball batting" 💫
Nasser Hussain on Devon Conway and Rachin Ravindra's stunning batting performance against England 🏏 pic.twitter.com/IlqEGJo1WO— Sky Sports Cricket (@SkyCricket) October 5, 2023
আর এই রান তাড়া করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। রচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ের মাস্টার ক্লাসে ভর করে ইংরেজ বোলারদের পাড়ার বোলারদের স্তরে নামিয়ে আনে কিউইরা। ভাবা হয়েছিল প্রায় তিনশোর কাছাকাছি রান চেজ করতে হয়ত বিপদে পড়বে ব্ল্যাক ক্যাপসরা। উইল ইয়ং রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। তবে এরপরে পুরোটাই কনওয়ে এবং রবীন্দ্র-র দাপট। বিশ্বের দ্রুততম বোলার মার্ক উডকে বেদম প্রহার হজম করতে হল। এমনকি আদিল রশিদও ছাড় পেলেন না। ক্রিস ওকস মোটেই নিজের সেরা ছন্দে ছিলেন না। দ্বিতীয় উইকেটে রচিন রবীন্দ্র এবং কনওয়ে ২৭৬ রানের হিমালয় সদৃশ পার্টনারশিপ গড়ে যান। ম্যাচের সেরা রচিন রবীন্দ্র।
কেন উইলিয়ামসনের বদলে খেলতে নেমেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিউই এই অলরাউন্ডার। চোট সারিয়ে উঠলেও ক্যাপ্টেন কেন কি সরাসরি জায়গা পাবেন প্ৰথম একাদশে? সংশয় রয়ে গেল।