/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/joe-root.jpg)
জো রুট (টুইটার)
ভারতে খেলতে আসা দলগুলির মধ্যে পাকিস্তান এর আগে অভিযোগের বন্যা ছুটিয়েছিল। দর্শকদের আচরণ থেকে ধর্মীয় স্লোগান- একাধিক ইস্যুতে সোচ্চার হয়েছে পাকিস্তান। এবার সেই সুরেই সুর মেলাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের অভিযোগ আপাতত মুম্বইয়ের দূষণ নিয়ে। সেখানে নাকি দমবন্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি। এমনিতে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার দুঃস্বপ্নের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্ৰথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল ইংরেজদের। তারপর বাংলাদেশকে হারানোর পর ভাবা হয়েছিল হয়ত ফর্মে ফিরবে ইংল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকা এবং সর্বশেষ আফগানিস্তানের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ অভিযান সুতোর ওপর নিয়ে গিয়েছে জস বাটলারের দল।
🗣️ "Sometimes as captain you need your players to stand up and perform, there's only so much you can do."
Joe Root believes Jos Buttler has led England well and the players need to do better as they look to rescue their defence of the Cricket World Cup. pic.twitter.com/bGqAFduHvV— Sky Sports Cricket (@SkyCricket) October 23, 2023
আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডকে খেলতে হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকান দল কার্যত ধুয়েমুছে সাফ করেছে ইংরেজদের। ক্ল্যাসেনরা ইংরেজ বোলারদের ছাতু করে ৩৯৯ তুলে দিয়েছিল স্কোরবোর্ডে।
আর হেরে মুম্বইয়ের দূষণ নিয়ে সরব হয়েছেন জো রুট। শ্রীলঙ্কানলার বিরুদ্ধে নামার আগে ইংরেজ তারকা ব্যাটার জানিয়ে দিয়েছেন, "এরকম জায়গায় আগে কখনও খেলিনি। এর থেকেও গরম, এমনকি আর্দ্রতায় খেলেছি আমরা। তবে এখানে মনে হচ্ছিল নিঃশ্বাসই নিতে পারছি না। কার্যত বাতাস গিলতে হচ্ছিল। অদ্ভুত এক অবস্থায় খেলতে হল।"
Joe Root on Mumbai air quality said "It just felt like you couldn’t get your breath. It felt like eating the air. It was unique. Klaasen was struggling. Adil Rashid was gasping for air while he was walking back to his run-up. It felt like quite a hazy day.”#WorldCup2023pic.twitter.com/5fHVea4hga
— Himanshu Pareek (@Sports_Himanshu) October 24, 2023
"ক্ল্যাসেনকেই দেখো। গোটা আবহাওয়া ওঁকে স্রেফ নিংড়ে নিয়েছিল। মাঠে যেতেই পারছিল না ও। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কার্যত কোনও উপায় ছিল না। মাঠে নামলেই জার্সি চুপচুপে ভিজে যাচ্ছিল ঘামে। অনেক জোরে নিঃশ্বাস নিতে হয়েছিল। ফিটনেসে কোনও খামতি ছিল না। তা স্বত্ত্বেও এরকম অবস্থায় পড়তে হল আমাদের।"
যাইহোক, শ্রীলঙ্কার বিপক্ষেও দুর্ভোগ অব্যাহত থেকেছে ইংল্যান্ডের। বেঙ্গালুরুর চিদাম্বরম স্টেডিয়ামে খেলতে নেমে ইংল্যান্ড মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে গিয়েছে। শ্রীলঙ্কান অনভিজ্ঞ দলের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি হেভিওয়েট ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। ভারতের দূষণ নিয়ে মুখ খোলা জো রুট ১০ বলে মাত্র ৩ রান করে রানআউট হয়ে যান। বেন স্টোকস একমাত্র ৪৩ করেন। লাহিরু কুমারা তিন উইকেট এবং কাসুন রাজিথা, এঞ্জেলো ম্যাথিউস দুটো করে উইকেট নিয়ে ধ্বংস করে দেন ইংল্যান্ড ব্যাটিংকে। শ্রীলঙ্কার কাছে বৃহস্পতিবার হারলে সেমিফাইনালে ওঠার সম্ভবনায় কার্যত ফুলস্টপ পড়ে যাবে ইংল্যান্ডের।