Advertisment

ভারতের কাছে বিশ্বকাপে কুখ্যাত হারের জের! গোটা ক্রিকেট বোর্ডের চাকরি ছাঁটাই তারকাখচিত এই দেশের

বিশ্বকাপের চলাকালীনই বিরাট ঘটনা

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

বিশ্বকাপে দুর্ধর্ষ টিম ইন্ডিয়া (বিসিসিআই, টুইটার)

সোমবার শ্রীলঙ্কা নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশের বিপক্ষে। সেমিফাইনালের সম্ভবনা শেষ। আপাতত সম্মান রক্ষার জন্য জয়ের লক্ষ্যে নামবে শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচের আগেই লঙ্কান ক্রিকেটে চরম ডামাডোল।

Advertisment

ভারতের কাছে লজ্জাজনক হারের পর পুরো ক্রিকেট সংস্থাকেই বাতিল করলেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। অস্থায়ীভাবে দায়িত্ব সামলানোর জন্য ক্রিকেট প্রশাসনে নিয়োগ করা হয়েছে অর্জুনা রনতুঙ্গাকে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী বোর্ডের সমস্ত সদস্যকে ছাঁটাই করার জন্য নোটিশ পাঠিয়েছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, গত বছর টি২০ ওয়ার্ল্ড কাপের সময় বোর্ডের আধিকারিকদের ভূমিকা কী ছিল, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।

ক্রীড়ামন্ত্রীর অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য অস্থায়ী এম কমিটি গঠন করেছেন ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে।" সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটিতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারককে রাখা হয়েছে। ভারতে বিশ্বকাপ অভিযানে গিয়ে শোচনীয় পারফরম্যান্স, বিশেষ করে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর লঙ্কান জাতীয় ক্রিকেট দলকে নিয়ে জন অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল। তারপরেই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হলেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী। ঘটনাচক্রে, গত সপ্তাহেই ভারতের কাছে ৩০২ রানের ব্যবধানে কেলেঙ্কারির হার হজম করার পর বোর্ড সদস্যদের পদত্যাগ দাবি করেছিলেন। ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি।

শ্রীলঙ্কান বোর্ডের ক্রিকেট সচিব মোহন দে সিলভার অফিসের সামনে জনগণ ব্যাপক বিক্ষোভ দেখান শনিবার। তারপর রবিবারই পদত্যাগ করেন তিনি। আর সোমবার ক্রীড়ামন্ত্রী বোর্ডের বাকি সদস্যদের ছাঁটাই করে। তারপরেই তড়িঘড়ি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয় বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গাকে।

১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল চলতি ওয়ার্ল্ড কাপে সাতটার মধ্যে পাঁচটিতেই হার হজম করেছে। সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার কাছে আপাতত লক্ষ্য একটাই বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপের প্ৰথম আট দলের মধ্যে থাকা নিশ্চিত করা। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।

Indian Team Sri Lanka Sri Lanka Cricket Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment