ভারতের বোলাররা তোলপাড় ফেলে দিয়েছেন চলতি বিশ্বকাপে। কোনও ব্যাটসম্যান নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারছে না ভারতের পেস ত্রয়ীর বিরুদ্ধে। পাটা ব্যাটিং পিচ হোক স্পিন সহায়ক পিচ- ভারতের ফাস্ট বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসছে বিপক্ষ দল। টুর্নামেন্টের প্ৰথম কয়েকটি ম্যাচে রান চেজ করে জিতেছিল ভারত। তবে প্রতিপক্ষকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়ে বিলো পার স্কোরে আটকে রাখছিলেন বুমরা-সিরাজ-কুলদীপরা।
তবে শেষ দুই ম্যাচে রান ডিফেন্ড করে এসেছে ঝড় তোলা হয়। স্রেফ পেস ব্যাটারির সামনে থেঁতলে গিয়েছে বিপক্ষ শিবির। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২২৯ রানের পুঁজি নিয়েই ভারত ম্যাচ জিতেছিল ১০০ রানের ব্যবধানে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে তো জয় এসেছে ৩০২ রানের পাহাড়প্রমাণ ব্যবধানে।
আর মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরার পারফরম্যান্সের পিছনে আইসিসির হাত রয়েছে এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন বোলার হাসান রাজা। তাঁর বক্তব্য, আইসিসি/বিসিসিআইয়ের তরফে ভারতের হাতে সম্পূর্ণ অন্য বল তুলে দেওয়া হচ্ছে। যাতে শামি-সিরাজরা সিম-সুইং মুভমেন্ট পায়।
পাকিস্তানের নামি চ্যানেল এবিএন নিউজে বিশ্বকাপ চলাকালীন বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন হাসান রাজা। তাঁকে ভারতের পেসারদের উত্তুঙ্গ বোলিংয়ের রহস্য জানতে চাওয়া হয়। সেখানেই তিনি বিতর্ক বাড়িয়ে বলে দেন, গোটা ঘটনার তদন্ত করা হোক।
"আমরা দেখতে পাচ্ছি, ভারত যখন ব্যাটিং করছে তখন রীতিমত ভালো ব্যাটিং করছে। তবে ভারতের বোলিং করার সময়েই বল যেন কথা বলছে। ৭-৮ টা ডিআরএস কল হচ্ছে। সবক'টিই ভারতের পক্ষে যাচ্ছে। যেভাবে শামি-সিরাজ বল সুইং করছে, মনে হচ্ছে আইসিসি-বিসিসিআইয়ের তরফে অন্য বল ভারতকে দেওয়া হচ্ছে। বল নিয়ে বলে হয় তদন্তের প্রয়োজন হয়। বলের ওপর অতিরিক্ত কোটিং দেওয়া হচ্ছে কিনা, দেখতে হবে।" বলে দিয়েছেন হাসান রাজা।
মহম্মদ শামির শ্রীলঙ্কা ম্যাচেও সংগ্রহে ফের পাঁচ উইকেট। ওয়ান চেঞ্জে বোলিং যখন করতে এসেছিলেন ততক্ষণ ইতিমধ্যেই চার উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কান ব্যাটিং। বাকি ছয় উইকেটের মধ্যে পাঁচটিই তাঁর শিকার। ৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুললেন পাঁচ উইকেট। সিরাজ ৭ ওভারে ১৬ রানের বিনিময়ে নিলেন ৩ উইকেট। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলেই শামির নামের পাশে ১৪ উইকেট। ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি উইকেট শিকারিও তিনি হয়ে গেলেন বৃহস্পতিবারের পর। ৪৫ উইকেট নিয়ে পিছনে ফেললেন জাহির খান, জাভাগাল শ্রীনাথদের।
সিরাজ-শামিদের ঐতিহাসিক স্পেলের মঞ্চেই বিশ্বকাপের প্ৰথম দল হিসাবে সেমিফাইনালের জায়গাও পাকা করে ফেলল টিম ইন্ডিয়া। ২০১১-র সেই ঐতিহাসিক ওয়ার্ল্ড কাপ জয়ের মঞ্চ। সেই মঞ্চেই এল চলতি বিশ্বকাপে ভারতের সবথেকে দাপুটে পারফরম্যান্স। এল ৩০২ রানের বিশালাকায় জয়।
তবে সেই জয় নিয়েই এবার প্রশ্ন তুলছে পাক ক্রিকেট মহল।