/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/jay-shah-maxwell.jpg)
জয় শাহ এবং ম্যাক্সওয়েল (টুইটার)
৪০ বলে বিধ্বংসী শতরান করেছেন। বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম। আর নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইতিহাস গড়া কীর্তির পরেই গ্লেন ম্যাক্সওয়েল একহাত নিলেন বিশ্বকাপের আয়োজকদের। ম্যাক্সওয়েল এবং তার আগে ডেভিড ওয়ার্নারের শতরানে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯৯ রান তুলেছিল অজিরা। সেই ম্যাচ অজিরা জেতে ৩০৯ রানের বিশাল ব্যবধানে।
মাত্র ৪৪ বলে ১০৬ রানের সুপার সাইক্লোন ইনিংসের পর ম্যাক্সওয়েল মুখ খুললেন। নেদারল্যান্ডস রান চেজ করার সময় মাঠ জুড়ে লেজার শোর ঝলকানি দেখল ক্রিকেট জগৎ। অরুণ জেটলি স্টেডিয়ামে আলোর রোশনাই মুগ্ধ করে দিল তামাম বিশ্ববাসীকে। গোটা স্টেডিয়ামে নাইট ক্লাবের আদলে আলোর দ্রিমদ্রিম খেলা করল।
সকলে ব্যাপক উৎফুল্ল হলেও এমন আলোর রোশনাই অবশ্য ভালভাবে নেননি ম্যাক্সওয়েল। সরাসরি 'নির্বোধ'দের মত প্ল্যানিং বলে দিলেন অজি সুপারস্টার। ৩৯ ওভারে ব্যাট করতে নেমেছিলেন। অন্যপ্রান্তে তখন ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে টানা দ্বিতীয় শতরান সহ নিজের ওয়ানডে কেরিয়ারের ২২তম সেঞ্চুরি করে ফেলেছেন। তারপর ম্যাড ম্যাক্স তান্ডব চালিয়ে নয় বাউন্ডারি, আট ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।
Arun Jaitley Stadium today's match lights show 😍. #AUSvsNEDpic.twitter.com/9hUutVNm93
— Sports Addict (AJ) (@AJpadhi) October 25, 2023
তবে ম্যাচের শেষে ম্যাক্সওয়েল ডিজে থিমের লেজার শো-কে একহাত নিয়েছেন। "বিগ ব্যাশ চলাকালীন পারথ স্টেডিয়ামে এরকম একবার লাইট শো করা হয়েছিল। মনে হচ্ছিল মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। পরে আলোর সঙ্গে নিজের চোখ ধাতস্থ করার জন্য অনেক সময় লেগে গিয়েছিল। ক্রিকেটারদের জন্য এটা নির্বোধতম আইডিয়া। যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করে ব্যাপারটা অগ্রাহ্য করার চেষ্টা করে গিয়েছি। তবে এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর আইডিয়া। সমর্থকদের জন্য এটা দারুণ, তবে ক্রিকেটারদের জন্য এটা খুব খারাপ আইডিয়া।"
I absolutely loved the light show, what an atmosphere. It’s all about the fans. Without you all we won’t be able to do what we love. 🙏🙏🙏 https://t.co/ywKVn5d5gc
— David Warner (@davidwarner31) October 25, 2023
তবে ম্যাক্সওয়েলের যুক্তির সঙ্গে একমত হননি তাঁর-ই সতীর্থ ডেভিড ওয়ার্নার। তিনি আবার টুইটারে লিখে দিয়েছেন, "লাইট শো পুরোপুরি উপভোগ করেছি। কি দুর্ধর্ষ একটা পরিবেশ তৈরি করা হয়েছিল! সমর্থকরা দারুণ মজা করল। তোমাদের ছাড়া নিজেদের পছন্দের বিষয় ঠিকমত করতে পারবই না আমরা।"
আগামী শনিবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে ধর্মশালায়।