বিশ্বকাপের মঞ্চে ভয়াবহ বিতর্কে জড়িয়ে পড়লেন হরভজন সিং। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালীন তাঁর বিরুদ্ধে অসম্মানের অভিযোগ উঠে গেল। তা-ও আবার অন্য কারোর বিরুদ্ধে নয়। স্বয়ং বিরাট কোহলি, কেএল রাহুল পত্নীদের অপমানের অভিযোগ নিয়ে তুঙ্গে বিতর্ক।
কেএল রাহুল কয়েক মাস আগেই বিয়ে করেছেন সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠিকে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটের একসময় ফার্স্ট লেডি ছিলেন অনুষ্কা শর্মা। আথিয়া-অনুষ্কা দুজনই বলিউডি দুনিয়ার পরিচিত মুখ। প্রতিষ্ঠিত শিল্পী দুজনেই। তাঁদের বিপক্ষেই অসম্মানের অভিযোগে জড়িয়ে পড়লেন হরভজন সিং।
ঘটনা কী?
হরভজন সিং হিন্দিতে ধারাভাষ্য করছেন ওয়ার্ল্ড কাপে। অন্যদিকে, অনুষ্কা-আথিয়া দুজনেই আহমেদাবাদে রবিবার হাজির ছিলেন ইতিহাসের সাক্ষী থাকতে। সেই সঙ্গে স্বামী কেএল রাহুল এবং বিরাটের সাফল্য চাক্ষুস করার অপেক্ষায় ছিলেন তাঁরা।
যাইহোক, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুজনেই পাশাপাশি বসেছিলেন। ম্যাচের ফার্স্ট ইনিংসে ভারতের ব্যাট চলাকালীন ক্যামেরা ম্যান তাঁদের দুজনের দিকেই ক্যামেরা ফোকাস করেন। সেই সময়েই বিতর্কিত মন্তব্য করে বসেন হরভজন সিং। সেই সময় ভাজ্জি বলে দেন, "ওঁরা দুজনে কী নিয়ে আলোচনা করছে- সিনেমা নাকি খেলা নিয়ে, সেটা ভাবার চেষ্টা করছি। কারণ ওঁরা কতটা ক্রিকেট বোঝে, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।"
তাঁর এমন মন্তব্যই নারী-বিদ্বেষী বলে দাগিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গেসঙ্গেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনায় ভাসিয়ে দেন ভারতের একসময়ের তারকা স্পিনারকে। সোশ্যাল মিডিয়ায় ভাজ্জিকে বলা হয়, ওঁরা যা খুশি বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে। তবে ভাজ্জির উচিত মাঠের খেলতে বেশি ফোকাস করা।
যাইহোক, ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে গ্যালারিতে চাঁদের হাট বসেছিল। দেশের একের পর এক সেলিব্রিটি হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শাহরুখ খান স্ত্রী গৌরি, পুত্র আব্রাম, আরিয়ান এবং কন্যা সুহানাকে নিয়ে হাজির ছিলেন। এছাড়াও রণবীর-দীপিকা পাড়ুকোনে, আয়ুষ্মান খুরানা, শানায়া কাপুরকেও দেখা গিয়েছে গ্যালারিতে। ঘটনাচক্রে, হরভজনের স্ত্রী গীতা বসরাও বলিউডের নায়িকা। সেই বিষয়টিও অনেকে তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন।
কোহলি-রাহুলের বউকে তীব্র অপমান হরভজনের! বিতর্কের দাবানল জ্বলল ওয়ার্ল্ড কাপ ফাইনালে
বেনজির বিতর্কে জড়িয়ে পড়লেন হরভজন সিং
Follow Us
বিশ্বকাপের মঞ্চে ভয়াবহ বিতর্কে জড়িয়ে পড়লেন হরভজন সিং। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালীন তাঁর বিরুদ্ধে অসম্মানের অভিযোগ উঠে গেল। তা-ও আবার অন্য কারোর বিরুদ্ধে নয়। স্বয়ং বিরাট কোহলি, কেএল রাহুল পত্নীদের অপমানের অভিযোগ নিয়ে তুঙ্গে বিতর্ক।
কেএল রাহুল কয়েক মাস আগেই বিয়ে করেছেন সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠিকে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটের একসময় ফার্স্ট লেডি ছিলেন অনুষ্কা শর্মা। আথিয়া-অনুষ্কা দুজনই বলিউডি দুনিয়ার পরিচিত মুখ। প্রতিষ্ঠিত শিল্পী দুজনেই। তাঁদের বিপক্ষেই অসম্মানের অভিযোগে জড়িয়ে পড়লেন হরভজন সিং।
ঘটনা কী?
হরভজন সিং হিন্দিতে ধারাভাষ্য করছেন ওয়ার্ল্ড কাপে। অন্যদিকে, অনুষ্কা-আথিয়া দুজনেই আহমেদাবাদে রবিবার হাজির ছিলেন ইতিহাসের সাক্ষী থাকতে। সেই সঙ্গে স্বামী কেএল রাহুল এবং বিরাটের সাফল্য চাক্ষুস করার অপেক্ষায় ছিলেন তাঁরা।
যাইহোক, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুজনেই পাশাপাশি বসেছিলেন। ম্যাচের ফার্স্ট ইনিংসে ভারতের ব্যাট চলাকালীন ক্যামেরা ম্যান তাঁদের দুজনের দিকেই ক্যামেরা ফোকাস করেন। সেই সময়েই বিতর্কিত মন্তব্য করে বসেন হরভজন সিং। সেই সময় ভাজ্জি বলে দেন, "ওঁরা দুজনে কী নিয়ে আলোচনা করছে- সিনেমা নাকি খেলা নিয়ে, সেটা ভাবার চেষ্টা করছি। কারণ ওঁরা কতটা ক্রিকেট বোঝে, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।"
তাঁর এমন মন্তব্যই নারী-বিদ্বেষী বলে দাগিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গেসঙ্গেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনায় ভাসিয়ে দেন ভারতের একসময়ের তারকা স্পিনারকে। সোশ্যাল মিডিয়ায় ভাজ্জিকে বলা হয়, ওঁরা যা খুশি বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে। তবে ভাজ্জির উচিত মাঠের খেলতে বেশি ফোকাস করা।
যাইহোক, ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে গ্যালারিতে চাঁদের হাট বসেছিল। দেশের একের পর এক সেলিব্রিটি হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শাহরুখ খান স্ত্রী গৌরি, পুত্র আব্রাম, আরিয়ান এবং কন্যা সুহানাকে নিয়ে হাজির ছিলেন। এছাড়াও রণবীর-দীপিকা পাড়ুকোনে, আয়ুষ্মান খুরানা, শানায়া কাপুরকেও দেখা গিয়েছে গ্যালারিতে। ঘটনাচক্রে, হরভজনের স্ত্রী গীতা বসরাও বলিউডের নায়িকা। সেই বিষয়টিও অনেকে তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন।