/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/harbhajan-chahal.jpg)
চাহালকে টিম ইন্ডিয়ায় চাইছেন ভাজ্জি
বিশ্বকাপে ভারতের স্কোয়াড থেকে জুজবেন্দ্র চাহালকে বাইরে রাখা হয়েছে। তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। দুরন্ত ফর্মে থাকা তারকাকে কীভাবে বাদ দেওয়া হতে পারে, তা নিয়ে ক্রিকেট মহলের প্রশ্ন উঠে গিয়েছে। সেই সুরেই এবার তোপ দাগলেন হরভজন সিং।
সীমিত ওভারের ফরম্যাটে বরাবর নির্ভরযোগ্য চাহাল। আইপিএল সহ আন্তর্জাতিক টি২০ তো বটেই, জাতীয় দলের হয়ে ওয়ানডেতেও বেশ সফল তারকা অফস্পিনার। টিম ইন্ডিয়ার হয়ে ৭২ ওয়ানডেতে চাহাল ১২১ উইকেট দখল করেছেন। গড় ২৭.১৩। ইকোনমি রেটও বেশ ভাল- ৫.২৭। ২০১৯-এর বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছনো ভারতীয় দলের অন্যতম প্রধান পারফর্মারও চাহাল। তবে তিনি শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন সেই জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিশ্বমানের চাহাল ঘরের মাঠে দলের অমূল্য সম্পদ হতে পারতেন। তবে নির্বাচকদের খাতায় তিনি আপাতত উপেক্ষিত। এই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন হরভজন সিং। বিশ্বকাপ তো বটেই একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতেও অস্ট্রেলিয়া সিরিজে চাহালকে কেন ভাবা হল না, তা নিয়ে তোপ দেগেছেন টার্বুনেটর।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন জানিয়েছেন, "জুজবেন্দ্র চাহালের এই দলে থাকা উচিত ছিল। ওঁকে কোনও সুযোগই দেওয়া হচ্ছে না। এটা আমার বোধগম্য হচ্ছে না। হয় দলের কারোর সঙ্গে ওঁর লড়াই হয়েছে। অথবা কাউকে কিছু বলেছে। আমি জানি না।"
"স্কিল নিয়ে এত কথা হচ্ছে, চাহালের তো এই দলে থাকা উচিত ছিল। কারণ অস্ট্রেলিয়া সিরিজে তো বহু সিনিয়র ক্রিকেটার বিশ্রামে।
কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেওয়া হয়েছে। এই দুজনকে ডেকে নেওয়ার পিছনেও যুক্তি খুঁজে পাচ্ছেন না হরভজন। বলে দিয়েছেন, "এশিয়া কাপের মূল স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর না থাকলেও ওঁকে ডেকে নেওয়া হল। তারপর দ্বিতীয় আর একজনকে ফেরানো হল, সে রবিচন্দ্রন অশ্বিন।"
.@harbhajan_singh addresses the exclusion of @yuzi_chahal & @arshdeepsinghh from #CWC2023 squad for #TeamIndia
Do you agree with his thoughts?
Stay tuned for the #WorldCupOnStar | October 5 onwards | Star Sports Network#Cricketpic.twitter.com/Yja5bsWE4A— Star Sports (@StarSportsIndia) September 13, 2023
"এর অর্থ পরিষ্কার। টিম ইন্ডিয়া একজন অফস্পিনারের খোঁজে রয়েছে। ওঁরা হয়ত বুঝতে পেরেছে, দলে খুব বেশি অফস্পিনার নেই। প্রতিপক্ষ দলে একাধিক বাঁ হাতি ব্যাটসম্যান থাকলে সমস্যা হতে পারে। অপ্রয়োজনে কেন এতদূর যাওয়া? কোনওভাবেই বুঝতে পারছি না, ওঁরা কি আগের ভুল শুধরে নতুন একটা ভুল করতে চলেছে?"