ভারতকে জাতীয় শোকের সাগরে ভাসিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। ষষ্ঠ বারের মত। হৃদয় ভেঙে গিয়েছে ভারতের। বুক নেংড়ানো হার মন খারাপ করে দিয়েছে গোটা দেশের। ভারতের হার যেন হঠাৎ করেই শোকের দাবানল জ্বালিয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। রবিবার ফাইনালে খেলতে নেমেছিল ভারত ফেভারিট তকমা লাগিয়ে। তবে দিনের শেষে সেই হতাশাই সঙ্গী টিম ইন্ডিয়ার।
Advertisment
শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তারপর দশ-দশটা বছর কেটে গিয়েছে। আইসিসি ট্রফি জয় আর হয়নি। নেতৃত্বে কোহলি থেকে রোহিত শর্মা পর্যন্ত পৌঁছে গিয়েছে ভারত। তবে একদশকের ট্রফি ব্যর্থতা ঘোচেনি ভারত।
রোহিত শর্মারা টানা দশটা ম্যাচ জিতে খেলতে নেমেছিল ফাইনালে। আর ফাইনালেই ল অফ এভারেজের স্বীকার হয়ে গড়পড়তা ক্রিকেট উপহার দিল ভারত। তাতেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা চেপে বসছে। ট্র্যাভিস হেড একার হাতে খতম করে দিয়েছেন ভারতের বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন। স্লো পিচে ২৪০ রানের চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করেও শেষ রক্ষা করতে পারেনি ভারত। প্ৰথম তিন উইকেট হারিয়ে অজিরা ধুঁকছিল।
তবে ট্র্যাভিস হেড-মার্নাস লাবুশেনে জুটি ভারতকে ছিটকে দেয় ম্যাচ থেকে। জয়ের জন্য যখন বাকি মাত্র ২ রান সেই সময়েই আউট হয়ে যান হেড। দুর্ধর্ষ শতরান করে। আর অস্ট্রেলিয়া উইনিং স্ট্রোক নেওয়ার পরেই ভারতীয় ক্রিকেটাররা আবেগে আক্রান্ত হন। সেই শোকের আবর্তে আপাতত গোটা ভারত।
অস্ট্রেলিয়ার কাছে হেরে বসার হতাশায় এবার গালিগালাজের মুখে পড়লেন নিউজিল্যান্ডের তারকা জিমি নিশাম। কিউই তারকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই গালাগালির স্ক্রিনশট শেয়ার করেছেন। ক্যাপশনে লিখে দিয়েছেন, "গতকালের খেলা।দেখিনি। মনে হয়, অস্ট্রেলিয়া জিতেছে। আমি কি মিস করলাম?"
হিন্দিতে গালি তিনি প্ৰথমে ফ্যাক্ট চেক করেন। তারপর গালি বুঝতে পেরেই অন্য স্ট্যাটাসের ক্যাপশনে লেখেন, "মানুষরা জানেনও না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুটো আলাদা দেশ।"
যাইহোক, বিশ্বকাপে জিমি নিশাম কিউইদের স্কোয়াডে ছিলেন। তবে অধিকাংশ ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। নিউজিল্যান্ড চতুর্থ দল হিসেবে সেমিতে পৌঁছেছিল। তবে ভারতের কাছে ৭০ রানে হেরে ফাইনালে আর ওঠা হয়নি কিউইদের।