অন্যদিকে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। প্ৰথম দুই ম্যাচ জয়ের পর টানা চার হার। তারপর বাংলাদেশকে হারিয়ে জয়ের সরণিতে পৌঁছে গিয়েছে পাকিস্তান। সেই মোমেন্টাম ধরে রেখেই শনিবার এল স্মরণীয় জয়।
ভারত, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত। শনিবার রাতের ম্যাচে ইংল্যান্ড অঘটন ঘটিয়ে ম্যাচ না জিতলে অস্ট্রেলিয়াও তৃতীয় দল হিসেবে কার্যত শেষ চারে পৌঁছে যাবে। নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুই দল-ই আপাতত আট ম্যাচ খেলে চারটি করে জয় পেয়েছে। ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে চারে। আফগানিস্তানকে পিছনে ফেলে পাঁচে উঠে এল পাকিস্তান। আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং পাকিস্তান তিন দলই রয়েছে সম সংখ্যক আট পয়েন্টে। পাকিস্তান-নিউজিল্যান্ডের তুলনায় এক ম্যাচ কম খেলেছে আফগানিস্তান। তবে নেট রানরেটে নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে।
কীভাবে সেমিতে পৌঁছবে নিউজিল্যান্ড/পাকিস্তান: সমীকরণ ১: সেমিফাইনালের জন্য কিউইদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে। বর্তমানে কিউইদের নেট রানরেট +০.৩৯৮। পাকিস্তানের +০.০৩৬। এই ব্যবধান অনেকটাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড যে জয়ের পাশাপাশি নেট রানরেট উন্নীত করার লক্ষ্যে নামবে তা নিয়ে সন্দেহ নেই।
সমীকরণ ২: নিউজিল্যান্ড যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় এবং পাকিস্তান যদি ইংল্যান্ডের বিপক্ষে বড়সড় ব্যবধানে জিততে ব্যর্থ হয়, তাহলে হাসতে হাসতে সেমির দরজায় পৌঁছে যাবে নিউজিল্যান্ড।
সমীকরণ ৬: আফগানিস্তান বাকি দুই দলের তুলনায় কিছুটা সুবিধা জনক জায়গায়। কারণ এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে তাঁদের। অন্য ম্যাচের ফলাফল লক্ষ্য করে হিসেব নিকেশ কষে নামতে পারবে তাঁরা। তবে আফগানিস্তানকে শেষ দুই ম্যাচে খেলতে হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট দলের বিপক্ষে। দুই দলকে চরম অঘটন ঘটিয়ে হারিয়ে দিলেও নেট রানরেট বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড- দুই দলেরই নেট রানরেট আফগানিস্তানের থেকে ভাল জায়গায়।