/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/litton-das.jpg)
লিটন দাস (টুইটার)
১৯ তারিখে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে থাকার জন্য ভারত ম্যাচ মহা-গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তবে বাংলাদেশ দলে বিতর্কের অবকাশ নেই। তামিম ইকবাল বনাম সাকিব আল হাসান দ্বৈরথের আবহ নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশি ক্রিকেট দল। তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ অভিযানে এসেছে ওপার বাংলার ক্রিকেটাররা।
তবে বিশ্বকাপে এসেও রেহাই নেই। ভারত ম্যাচে খেলতে নামার আগে চোট আঘাতের সমস্যা রয়েছে টাইগার শিবিরে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। কোয়াড্রিসেপসে চোট রয়েছে দলের একনম্বর তারকার। ভারত ম্যাচে খেলতে পারবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। আর সাকিব না খেললে অধিনায়কত্বের দায়িত্ব বর্তাবে লিটন দাসের ওপর।
আর লিটন অবশ্য ভারত ম্যাচে নামার আগেই বিতর্ক বাঁধিয়ে বসলেন। হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিলেন তিনি। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে খেলা রয়েছে। পুনেরই এক পাঁচতারা হোটেলে রয়েছে বাংলাদেশ। যে হোটেলে বাংলাদেশ রয়েছে, সেই কনরাড হোটেলেই কয়েকজন সাংবাদিক বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহরা সাংবাদিকদের সঙ্গে চুটিয়ে গল্প করছিলেন।
তবে এতেই আপত্তি জানান লিটন দাস। বাকি ক্রিকেটারদের কোনও অপত্তিনা থাকলেও লিটন ক্ষোভ উগরে দেন। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্ফোরণ ঘটান তিনি। নিরাপত্তা কর্মীদের সরাসরি লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, "এখানে মিডিয়া কেন? আমার ছবি তোলা হচ্ছে কেন?" লিটন আপত্তি জানানোর পর নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের হোটেল থেকে বের করে দেন। মিডিয়া টিমকে জানানো হয়, তাঁদের উপস্থিতিতে স্বচ্ছন্দ বোধ করছেন না লিটন দাস।
🚨 The Litton Das fiasco.
Some of the players were passing their off time in the hotel lobby. The journalists were also present and they were taking footage/pictures from a very long distance.
All of the players were fine with it except Litton Das. He rushed to the security… pic.twitter.com/u2PFvavETA— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) October 15, 2023
যাইহোক, বাংলাদেশের টুর্নামেন্ট অভিযান এখনও পর্যন্ত মিশ্র ফলাফল বয়ে এনেছে। প্ৰথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও পরপর দু-ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয়ভাবে হার হজম করে বসেছে। জোড়া হারে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গিয়েছে পদ্মাপাড়ের ক্রিকেটাররা। চিন্তার বিষয় হল, প্ৰথম ম্যাচে সাকিব, মিরাজের স্পিন কাজে এলেও পরের দুই ম্যাচে বাংলাদেশি বোলাররা কার্যত নিষ্প্রভ থেকেছেন। তাসকিন, মুস্তাফিজুরদের পেসও সেভাবে আলো ছড়াতে পারছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো পিচেই কিউই স্পিডস্টারদের গতিতে কেঁপে গিয়েছিল বাংলাদেশি ব্যাটিং লাইনআপ।
এবার সামনে ভারত। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের জয়রথ। ব্যাটিং থেকে বোলিং তুখোড় ফর্মে রয়েছেন সমস্ত ভারতীয় তারকারাই। একপেশেভাবে পাকিস্তানকে হারিয়ে ভারত নামবে বাংলাদেশের বিপক্ষে। কতটা লড়াই ছুঁড়ে দিতে পারবে বাংলাদেশিরা, ১৯ তারিখই জবাব দেবে।