New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/india-pakistan.jpg)
India vs Pakistan World Cup 2023 Playing 11: ধুন্ধুমার মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান (টুইটার)
World Cup 2023, India vs Pakistan Dream11 Prediction পাকিস্তানের বিপক্ষে কেমন দল সাজাচ্ছে ভারত, জেনে নিন
India vs Pakistan World Cup 2023 Playing 11: ধুন্ধুমার মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান (টুইটার)
ODI World Cup 2023, IND vs PAK Predicted Playing 11:
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত চলতি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই নিয়ে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ভারত অষ্টমবার মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশি। আর পরিসংখ্যান বলছে, ভারত বিশ্বকাপের ইতিহাসে অপরাজেয়। একবার-ও হারাতে পারেনি পাকিস্তান। সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই এবার পাক দল নামছে প্রায় দেড় লাখি স্টেডিয়ামে।
ভারত প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। চেন্নাইয়ের লো স্কোরিং থ্রিলারে ভারত জেতার পর দিল্লিতে সহজেই উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। তবে দুই ম্যাচেই জায়গা হয়নি মহম্মদ শামির। প্রথম ম্যাচের জয়ী একাদশে ভারত বদল আনলেও অশ্বিনের জায়গায় খেলানো হয়েছিল শার্দূলকে। আফগানিস্তান ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল তারকা স্পিডস্টারকে।
অন্যদিকে, জোড়া জয় সমেত মোদি স্টেডিয়ামে খেলতে নামছে পাকিস্তানও। প্ৰথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কাকে হায়দরাবাদে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান চেজ করে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় পাক ক্যাপ্টেন ফর্মে ফেরার জন্য ভারত ম্যাচকেই টার্গেট করছেন। যা চিন্তা বাড়াচ্ছে রোহিত এন্ড কোংদের।
শুভমান গিলের খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে টিম ম্যানেজমেন্টের। ডেঙ্গি কাটিয়ে চেন্নাই থেকে সরাসরি আহমেদাবাদে টিম ইন্ডিয়া ক্যাম্পে যোগ দিয়েছেন সুপারস্টার। দুই ম্যাচে গিলের অনুপস্থিতিতে রোহিতের ওপেনিং পার্টনার হয়েছিলেন ঈশান কিষান। অজি ম্যাচে ব্যর্থ হলেও আফগানিস্তানের বিপক্ষে ঈশান ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন। কোনও কারণে গিল ম্যাচ ফিট না হলে ফের একবার ঈশানের ব্যাটেই ভারত শুরুতে ভরসা করবে। আর গিল খেললে সম্ভবত বসতে হবে ঝাড়খন্ডি তরুণকে।
ছয় নম্বর ব্যাটিং পজিশন একদম নির্ধারিত। কোনও বদলের সম্ভবনা নেই। তিনে বিরাটের পর চার নম্বরে নামবেন শ্রেয়াস আইয়ার। পাঁচ এবং ছয়ে থাকবেন যথাক্রমে কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে রবীন্দ্র জাদেজা ছাড়া কাউকে ভাবার কোনও অবকাশ নেই।
তবে টিম ম্যানেজমেন্টের দ্বিধার জায়গা একটাই। শার্দূল ঠাকুর নাকি অভিজ্ঞ মহম্মদ শামি? ব্যাটিং অর্ডারের পরিধি অনেকটাই বাড়ানো সম্ভব শার্দূল খেললে। অলরাউন্ড দক্ষতায় শার্দূল এগিয়ে থাকলেও মহম্মদ শামি আবার এগিয়ে অভিজ্ঞতায়। ঘটনা যাই হোক, রবিচন্দ্রন অশ্বিনের সম্ভবত এই ম্যাচে নামা হচ্ছে না। রোহিত-দ্রাবিড়ের থিঙ্কট্যাঙ্ক শেষমেশ প্ৰথম একাদশে কাকে রাখে, সেটাই দেখার। বোলিং বিভাগে বাকিরা- বুমরা, সিরাজ এবং কুলদীপ যাদব কনফার্ম।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা