শনিবার ভারতের বিপক্ষে সাত উইকেটে শোচনীয় হার হজম করেছে পাকিস্তান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একসময় বেশ ভালো খেলছিল পাকিস্তান। ১৫৪/২ ছিল পাক ব্যাটিং লাইনআপ। ৩০ তম ওভারে ফেরেন ক্যাপ্টেন বাবর আজম। তারপরেই ধস নামে পাকিস্তান ব্যাটিংয়ে। ১৯১ রানে গুটিয়ে যায় তাঁরা।
টার্গেট খুব বেশি বড় ছিল না। আর এই সামান্য টার্গেট-ই ভারত তুলল মাত্র ৩০.৩ ওভারে। মাত্র তিন উইকেট হারিয়েই ভারত লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের ব্যাটিংকে মোটেই সমস্যায় ফেলতে পারেননি বহু আলোচিত পাক পেসাররা। শাহিন শাহ আফ্রিদি রোহিত শর্মা এবং শুভমান গিলকে আউট করেন। জোড়া উইকেট তুললেও ৬ ওভারে পাকিস্তানের পেস ব্যাটারির প্রধান তারকা ৬ ওভারে খরচ করেন ৩৬ রান। রোহিতকে শেষমেশ স্লোয়ারে আউট করলেও তখন ভারতের পক্ষে জয়ের পৌঁছনো ছিল স্রেফ সময়ের অপেক্ষা।
ব্যাটে ঝড় তুলে রোহিত বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝড় তুলে দেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বোলিংয়ে। রোহিত যখন ৮০-র কোটায় ব্যাটিং করছিলেন, তখন হিন্দিতে ধারাভাষ্য করছিলেন রবি শাস্ত্রী, যতীন সাপ্রু এবং ইরফান পাঠান। তখনই শাহিন আফ্রিদির দক্ষতা নিয়ে কড়া কথা শুনিয়ে দিতে দ্বিধাবোধ করেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ।
শাস্ত্রী বলে দেন, "নিঃসন্দেহে ও একজন ভালো বোলার। নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতাও রয়েছে। তবে স্বীকার করতেই হবে, নাসিম শাহ যদি না খেলে এবং পাকিস্তানের স্পিন বোলিংয়ের দশা যদি এরকম হয়, তাহলে শাহিন আফ্রিদি নিশ্চয় ওয়াসিম আক্রম নয়।"
"ও ভালো বোলার। তবে ওঁকে এতটাও তোল্লাই দেওয়া উচিত হবে না। কেউ যদি ভালো বোলার হয়, তাহলে আমাদের প্রশংসার ক্ষেত্রেও যথেষ্ট সংযত হতে হবে। ভালো বোলার, এটুকু বলাই যথেষ্ট। শাহিন ভালো বোলার। তবে কোনওভাবেই গ্রেট বোলার নয়।"
বিশ্বকাপের প্ৰথম ম্যাচে নেদারল্যান্ডসের ম্যাচে নিষ্প্রভ ছিলেন। শ্রীলঙ্কা ম্যাচেও তুমুল মার হজম করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার ৯ ওভার বল করেছিলেন আফ্রিদি। ৬৬ রান খরচ করে বসেন তিনি। নেন মাত্র ১ উইকেট। তারপর শনিবার-ই ভারতের বিপক্ষে মহা-ম্যাচে নেমেছিলেন তারকা পেসার।
মহারণে নামার আগে বড় মুখ করে সমর্থকদের আশ্বাস দিয়েছিলেন তিনি। বলে দিয়েছিলেন, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিতে চান তিনি। ভারত ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনরত পাক দলকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। তারকা স্পিডস্টারের কাছে সেলফির আবদার-ও ভেসে আসে। শাহিন সাফ জানিয়ে দেন, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েই সেলফি তুলবেন তিনি। রেভ স্পোর্টস-এর প্রতিবেদনে শাহিন বলেছেন, “অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট (ভারতের বিপক্ষে) নেওয়ার পর।”
ভারতের বিপক্ষে প্ৰথমবার খেলতে নেমে ছাপ ফেলতে পারেননি শাহিন আফ্রিদি। তবে ২০২১-এ শাহিন ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়ে যান। আমিরশাহিতে সেবার টি২০ ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল। ভারতের বিপক্ষে আফ্রিদি কার্যত অপ্রতিরোধ্য পারফরম্যান্স হাজির করেন। ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে যান তিনি। ভারতের টপ অর্ডারকে একাই ধ্বংস করে যান তিনি। শাহিনের অতিমানবিক পারফরম্যান্সের সৌজন্যেই পাকিস্তান সেই প্রথমবার কোনও বিশ্বকাপে ভারতকে হারাতে পেরেছিল।
তবে সেই ম্যাচ আপাতত অতীত। আপাতত নিজের কেরিয়ারই সঙ্কটে পড়ে গেল তারকার।