বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ভারতের ক্রিকেটীয় স্বপ্নের ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে। যদি চলতি বিশ্বকাপের সবথেকে বিধ্বংসী দল পাঁচবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের হারিয়ে দেয়, তাহলে সোনালি ক্রিকেট প্রজন্মের জন্ম দিয়ে যাবে আয়োজক দেশে। আর্থিক এবং প্রশাসনিকভাবে ভারত ক্রিকেট বিশ্বে রাজত্ব চালাচ্ছে অনেকদিন। তবে সেই আধিপত্য পূর্ণতা পায়নি দীর্ঘদিন আইসিসি ট্রফি ভারত না জেতায়। আহমেদাবাদ টিম ইন্ডিয়ার সেই ক্রিকেটীয় মস্তানির সূচনা করে দিতে পারে বিশ্ব ক্রিকেটে।
এক লাখি ক্রিকেট স্টেডিয়ামে মহারণ দেখতে হাজির থাকবেন একের পর এক হুজ হু-রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির থাকবেন অস্ট্রেলীয় ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লেস-এর সঙ্গে। টসের পর ভারতীয় এয়ার ফোর্সের সূর্য কিরণ গ্রুপ মায়াবি বিভ্রম জাগাবে নিজেদের কারিকুরি দেখিয়ে। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে বিনোদনের মশলা জুগিয়ে যাবে বিখ্যাত সমস্ত গায়কদের সুরধ্বনিতে। নাচ হবে। ইনিংস ব্রেকে। স্টেডিয়াম দেখবে লেজার শোর ঐন্দ্রজালিক প্রহর।
অতীতের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের (ইমরান খান বাদে) বরণ করে নেওয়া হবে ঐতিহাসিক লগ্নে। পরের বছর এই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনদের তালিকায় কে নাম লেখাবেন রোহিত শর্মা নাকি প্যাট কামিন্স, সেটা নির্ধারণ করে দেবে রবিবারের মেগা যুদ্ধ। দুই অধিনায়কের কাছেই ইতিহাস গড়ার হাতছানি।
গোটা টুর্নামেন্ট জুড়ে একের পর এক স্মরণীয় ক্রিকেট মুহূর্তের জন্ম দিয়ে গিয়েছে এই বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড যেমন শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তেমন আফগানিস্তান আবার বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তুমুল লড়াইয়ের পর ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট পেয়েছিল। ভারতকে ফাইনালে পৌঁছতে কার্যত কোনও ঘাম ঝরাতে হয়নি। অস্ট্রেলিয়া আবার প্ৰথম দুই ম্যাচ হারের পর টানা জিতে ফাইনালে নামছে। নখ-দাঁত কামড়ানো থ্রিলারে সেমিফাইনালে অজিরা বধ করেছে দক্ষিণ অফ্রিকাকে।
ভারত টুর্নামেন্টের সেরা দল। দলের প্রত্যেকেই নিজেদের ফর্মের চূড়ায়। ব্যাট হাতে ক্যাপ্টেন রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার সকলেই ঝলসে দিচ্ছেন প্রতিপক্ষকে। বল হাতে বিধ্বংসী মেজাজে রয়েছেন জসপ্রীত বুমরা (১৮ উইকেট) এবং মহম্মদ শামি (২৩ উইকেট)। মাঝের ওভারে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিচ্ছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা।
অস্ট্রেলিয়া আবার দলগত নয়, ব্যক্তিগত নৈপুণ্যেই জয় পেয়ে চলেছে। নকআউট পর্বে অস্ট্রেলিয়া বরাবর ভয়ঙ্কর। সেটাই আপাতত ভাবাচ্ছে ভারতকে। নাহলে ভারত ফেভারিট হিসাবেই রবিবারের দুপুরে নামত।
পুরস্কার মূল্য:
ক্রিকেট বিশ্বকাপের পুরো প্রাইজ মানি ১০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা মেরেকেটে দাঁড়ায় ৮৩ কোটি টাকায়। বিজয়ী দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ২ মিলিয়ন ইউএসডি, ভারতীয় মুদ্রায় ১৬ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পাবে ০.৮ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬ কোটি টাকা)।