আহমেদাবাদে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। গোটা বিশ্বের নজরে ভারত বনাম অস্ট্রেলীয় দ্বৈরথ। ইতিহাসের সাক্ষী থাকতে হাজির হয়েছেন দেশের সমস্ত হুজ হু-রা। শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়রা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়েছেন রবিবারই। তবে বিতর্কিতভাবে পাওয়া গেল না ভারতের প্ৰথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেবকেই। তিনি বিষ্ফোরকভাবে জানালেন, আমন্ত্রিত নন, তাই মাঠে যাননি।
কেন তিনি ওয়ার্ল্ড কাপের ফাইনালের মত ইভেন্টে নেই? কপিল দেব বলে দিচ্ছেন, "আমায় ওখানে আমন্ত্রণই জানানো হয়নি। ওঁরা আমাকে জানাননি। তাই আমিও যাইনি। খুব সোজা বিষয়। আমি চেয়েছিলাম ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দল আজ ফাইনালে হাজির থাকুক। তবে মনে হয় এত বড় একটা ইভেন্ট। এত দায়-দায়িত্ব আয়োজকদের। ওঁরা হয়ত ভুলেই গিয়েছে।"
ঘটনাচক্রে, বিসিসিআইয়ের তরফে সমস্ত বিশ্বকাপজয়ী অধিনায়ককেই সম্মান জানানোর প্ল্যান রয়েছে ওয়ার্ল্ড কাপের ফাইনালের মঞ্চে। এর মধ্যেই কপিল দেবের অনুপস্থিতি নতুন বিস্ময়ের জন্ম দিয়েছে।
১৯৮৩-র ২৫ জুন ভারত প্রবল প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে প্ৰথমবার বিশ্বকাপ জিতেছিল। তখন অবশ্য নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ। ভারত ইতিহাস গড়েছিল লর্ডসে। টসে জিতে ঐতিহাসিক সেই ম্যাচে ব্যাট নিয়েছিল। স্কোরবোর্ডে ১৮৩-র বেশি করতে পারেনি ভারত। এন্ডি রবার্টস, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিংদের সামনে ভারতীয় ব্যাটিং ১৮৩ তুলেছিল।
তবে সেই রান চেজ করতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ মুখ থুবড়ে পড়ে। প্ৰথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ক্যারিবিয়ানরা। ভারত ৪৩ রানে ম্যাচ জিতে নেয়।
ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সেই জয় অবশ্য অঘটন বলেই চিহ্নিত রয়েছে। তবে ভারতের ক্রিকেটকে এই বিশ্বজয় অনেকটা এগিয়ে দিয়েছিল। তারপর ভারত ২০১১-য় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আরও একবার বিশ্বকাপ জেতে। এবার রোহিতদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ।