তৌহিদ একপ্রান্ত ধরে রেখে ৭৪ করে যান। মুশফিকুর রহিম (২১) এবং মেহেদি হাসান মিরাজ (২৯) শেষদিকে ব্যাট হাতে অবদান রাখেন। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ৩০৬ তোলে। তবে মার্শ ঝড়ে এই পুঁজি যে কিছুই নয়, প্রমাণ হয়ে গেল।
সবমিলিয়ে পয়েন্টের হিসাবে অস্ট্রেলিয়া ১৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল। দক্ষিণ আফ্রিকাকে পয়েন্টে ছুঁলেও নেট রানরেটের বিচারে প্রোটিয়াজরা দ্বিতীয় এবং অজিরা তিন নম্বরে। শেষ ম্যাচে হারলেও বাংলাদেশের পক্ষে সান্ত্বনা একটাই, শীর্ষ আট দলের মধ্যেই বিশ্বকাপ অভিযান শেষ করতে চলেছে টাইগাররা। নেদারল্যান্ডস ভারতকে শেষ ম্যাচে হারিয়ে অঘটন না ঘটালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে সেরা আট দলের অংশ হয়ে।