টানা তিনটি হার। আর হারের হ্যাটট্রিকের সঙ্গেই বিশ্বকাপ থেকে আগাম বিদায়ের মুখে দাঁড়িয়েছে পাকিস্তান। সেমি ফাইনাল অনেকটাই দূরের রাস্তা মনে হচ্ছে সোমবারের অপ্রত্যাশিত হারের পর। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে থেকে জয় পেয়েছিল পাকিস্তান। তবে ভারত, অস্ট্রেলিয়া এবং সোমবার আফগানিস্তানের কাছে হারের হ্যাটট্রিক করতেই সেমিফাইনালে পৌঁছনো নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সংশয় তৈরি হয়েছে।
আর ভারতের মাটিতে পাকিস্তানের হারের জন্য এবার বিসিসিআই এবং আইসিসিকে দুষলেন পাকিস্তানের প্রাক্তন তারকা মহম্মদ হাফিজ। বলে দিলেন, কারসাজি করেই পাকিস্তানকে হারানো হচ্ছে। বড়সড় অভিযোগ করে তিনি বলে দিলেন, বিসিসিআই এবং আইসিসি খেলা হয়ে যাওয়া পুরোনো পিচে পাকিস্তানকে খেলতে বাধ্য করছে।
আরও পড়ুন: ছক্কা মারার জন্য আরও প্রোটিন চাই! ভারতে এসে পাকিস্তানের ডায়েট নিয়ে বিস্ফোরক ইমাম
সোমবার পাকিস্তান মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। যে আফগানিস্তানের স্পিন আক্রমণ এই মুহুর্তে দুনিয়ার অন্যতম সেরা। হাফিজের ইঙ্গিত ইচ্ছাকৃতভাবেই স্পিন-সহায়ক ট্র্যাকে আফগানদের বিপক্ষে ম্যাচ ফেলা হয়েছে। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে রশিদ খান, মহম্মদ নবি, মুজিব-উর রহমান তো ছিলেন-ই ফজলহক ফারুখিকে বসিয়ে চতুর্থ স্পিনার হিসাবে আফগানিস্তান খেলিয়ে দেয় নূর আহমেদকে। আর ১৮ বছরের নূর-ই ম্যাচের ট্রাম্পকার্ড হয়ে দাঁড়ান। তিন উইকেট নিয়ে যান তিনি। ১০ ওভারে মাত্র ৪৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। আউট করেন হাফসেঞ্চুরিয়ন ওপেনার আব্দুল্লা শফিক, মহম্মদ রিজওয়ান এবং শেষে বাবর আজমকে। প্রতিপক্ষের সেরা তিন ব্যাটারকে ফিরিয়ে আফগানিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন তিনি।
আফগানিস্তান স্পিনারদের দিয়ে ৩৮ ওভার-ই বোলিং করিয়ে দেয়। রশিদ খান উইকেট না পেলেও মাত্র ৪১ রান দিয়েছেন। অভিজ্ঞ মহম্মদ নবি মাত্র ৩১ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়েছেন। একমাত্র মুজিব-উর রহমানকেই একটু বিবর্ণ লেগেছে।
যাইহোক, মহম্মদ হাফিজ সরাসরি আফগানিস্তানের কাছে পাকিস্তানের হারের জন্য দায়ী করছেন বিসিসিআইয়ের কূট-কৌশলকে। চেন্নাইয়ের যে পিচে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল, সেই পিচেই খেলতে হয় পাকিস্তান-আফগানিস্তানকে। এতেই ক্ষুব্ধ হাফিজ প্ৰশ্ন তুলে দিয়েছেন, "পাকিস্তানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহৃত ট্র্যাকে খেলানো হচ্ছে। যে পিচে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ খেলা হল, সেই পিচ এই ম্যাচের জন্য ফ্রি রাখা হয়েছিল। অন্য কোনও দলকে এমন পিচে খেলতে হবে না। সুনির্দিষ্ট কারণ নিয়ে এরকম করা হল।" সরাসরি হাফিজের অভিযোগ পাকিস্তান যাতে সেমিফাইনালে খেলতে না পারে, সেই জন্যই ইচ্ছাকৃতভাবে এমনটা করা হচ্ছে।
ঘটনাচক্রে, এর আগেও বিশ্বকাপের পিচ নিয়ে সরব হয়েছিলেন হাফিজ। বলে দিয়েছিলেন, বিসিসিআই মোটেই নিরপেক্ষভাবে বিশ্বকাপ আয়োজন করছে না। অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচে টিম ইন্ডিয়ার হেভিওয়েট বোলিং লাইনআপের সামনে অজিরা অল্প রানেই গুটিয়ে গিয়েছিল। তবে হাফিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে বড়সড় অভিযোগ করে জানিয়েছিলেন, সাকিব বনাম কেন উইলিয়ামসনদের কেমন পিচে খেলানো হয়, সেটাই বিসিসিআইয়ের আয়োজনে নিরপেক্ষতা বুঝিয়ে দেবে।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের পিটিভিতে হাফিজ জানিয়েছিলেন, "আগামীকালের ম্যাচে পিচের চরিত্রই নির্ধারণ করে দেবে টুর্নামেন্ট আইসিসি নাকি বিসিসিআই আয়োজন করছে। হায়দরাবাদ, দিল্লি এবং ধর্মশালা এখনও পর্যন্ত দুটো ম্যাচ আয়োজন করেছে। দুই ম্যাচেই এই সমস্ত ভেন্যুতে পিচের চরিত্র একই ছিল। যদি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পিচেই নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ খেলানো হয়, তাহলে সমস্যা নেই। তবে এর মধ্যে অল্পবিস্তর এদিক-ওদিক করা হলেই বুঝতে হবে কে টুর্নামেন্ট আয়োজন করছে!"
পাক তারকার এমন অভিযোগ ঘিরে আপাতত উত্তাল ক্রিকেট বিশ্ব।