ইংরেজি ঠিকঠাক বললেই শামি ফের স্বামী! বিশ্বকাপের মঞ্চেই বাঙালি মেয়ের বিয়ের প্রস্তাব সরাসরি

বিশ্বকাপের মধ্যেই সুখবর পেলেন মহম্মদ শামি

বিশ্বকাপের মধ্যেই সুখবর পেলেন মহম্মদ শামি

author-image
IE Bangla Sports Desk
New Update
shami-payal

শামিকে বিয়ের প্রস্তাব পায়েলের (টুইটার)

শামির ব্যক্তিগত জীবনে ঝড় চলছে গত কয়েক বছর ধরেই। স্ত্রী হাসিনের একের পর এক অভিযোগ এনেছেন। গার্হস্থ্য হিংসা, বিবাহ-বহির্ভূত সম্পর্ক, ম্যাচ ফিক্সিং, বধূ নির্যাতন সহ একাধিক মামলায় জেরবার মহম্মদ শামি। এমনকি কয়েক মাস আগে আলিপুর আদালতেও হাজিরা দিতে হয়েছিল সুপারস্টারকে।

Advertisment

ব্যক্তিগত সেই ঝড় দূরে সরিয়েই শামি জাতীয় দলের জন্য নিংড়ে দিচ্ছেন নিজেকে। দলের অন্যতম সেরা পেস আক্রমণের অস্ত্র তিনি। বুমরা-সিরাজের সঙ্গে শামির পেস ত্রিফলা বর্তমানে বিশ্বের সেরা আক্রমণভাগ। চলতি বিশ্বকাপে টিম কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছিলেন না। তবে শেষ চার ম্যাচে শার্দূল ঠাকুরের বদলে নেমেই বল হাতে ভেলকি দেখাচ্ছেন। একার হাতে প্রতিপক্ষ দলের টপ অর্ডারে ভাঙন ধরাচ্ছেন।

তাঁর ভয়ানক সিম মুভমেন্টের কোনও জবাব-ই থাকছে না বিপক্ষ ব্যাটারদের কাছে। মাত্র চার ম্যাচ খেলেই শামির নামের পাশে ১৬টা উইকেট। বিশ্বকাপে ভারতের জার্সিতে সবথেকে বেশি উইকেট শিকারের নজিরে শামি পেরিয়ে গিয়েছেন জাহির খান, জাভাগাল শ্রীনাথের মত অতীতের দুই পেস তারকাকে।

Advertisment

এমন স্বপ্নের মধ্যেই শামিকে এবার বিয়ের প্রস্তাব দিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সরাসরি শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। বল হাতে শামির বিক্রম দেখার পরেই তারকাকে বিয়ে করতে চাইছেন তিনি। পায়েল লিখেছেন, "নিজের ইংরেজি একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।"

কিন্তু কে এই পায়েল ঘোষ?
১৯৯২-এ কলকাতার জন্ম পায়েলের। সেন্ট পলস মিশন স্কুল থেকে পড়াশুনা করেছেন। স্নাতক স্তরে পড়াশুনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক তিনি। বর্তমানে কর্মসূত্রে থাকেন মুম্বইয়ে।

মুম্বইয়ে নমিত কিশোরের অভিনয় স্কুল থেকে অভিনয়ের তালিম নেন। এরপরে দক্ষিণ ভারতের একাধিক সিনেমায়- প্রয়ানাম, মিস্টার রাস্কেল, ওসারাভেললি, বর্ষাধারে-তে। বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে বিবেক অগ্নিহোত্রীর ফ্রিডম-এর মাধ্যমে। এরপরে প্যাটেল কি পাঞ্জাবি শাদিতেও তাঁকে দেখা গিয়েছিল। এছাড়াও বিবিসির টেলিফিল্ম শার্প'স পেরিল-এ কাজ করেছেন। কানাডিয়ান সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছিল।

অভিনয় জগতে সেরকম পরিচিতি পাননি। তিনি বর্তমানে মহারাষ্ট্রের রামদাস আটওয়ালের রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। মহিলা শাখার প্রেসিডেন্ট তিনি। বছর তিনেক আগে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন। একাধিকবার বিতর্কেও জড়িয়ে পড়েছেন তিনি। নামি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এমনকি রিচা চাড্ডা পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। রিচা চাড্ডার অভিযোগ ছিল কাশ্যপের বিরুদ্ধে মামলা করার সময় অহেতুকভাবে রিচাকে জড়ানো হয়েছে।

যাইহোক, শামি পায়েলের প্রেমের প্রস্তাবে সাড়া দেন কিনা, সেটাই আপাতত দেখার।

Cricket World Cup Mohammed Shami ICC Cricket World Cup Hasin Jahan