বিশ্বকাপে ব্যাপক নিয়মভঙ্গ! টিম ইন্ডিয়ার অনুরোধে রাতারাতি বদলে ফেলা হল পিচ

সেমিফাইনালে ভারত-ই পিচের কারণে ফেভারিট

সেমিফাইনালে ভারত-ই পিচের কারণে ফেভারিট

author-image
Subhasish Hazra
New Update
india-pitch

পিচ বদলের অনুরোধ করল টিম ইন্ডিয়া (টুইটার)

ভারত অনুরোধ করল। তাতেই বদলে গেল সেমিফাইনালের পিচ। নিউজিল্যান্ডের তূনে রয়েছে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ। ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কাইল জেমিসন, টিম সাউদিরা ভারতের ব্যাটিংকে বিপদে ফেলতে পারেন। সেই সম্ভবনায় ইতি টানতেই টিম ইন্ডিয়ার তরফে বিসিসিআইয়ের কিউরেটরকে অনুরোধ করা হয়েছিল যাতে পিচে সব ঘাস উড়িয়ে ফেলা হয়। তারপরেই ঘাস বিহীন ট্র্যাকে হতে চলেছে বিশ্বকাপের প্ৰথম সেমিফাইনাল। স্লো পিচে এবার কিউইরা মোকাবিলা করবে ভারতের। এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।

Advertisment

সূত্রের খবর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডস ম্যাচের পরেই টিম ইন্ডিয়ার তরফে সরাসরি যোগাযোগ করা হয় ওয়াংখেড়ের কিউরেটরদের সঙ্গে। নিজেদের পছন্দের কথা জানিয়ে দেওয়া হয়।

আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য বিসিসিআইয়ের কিউরেটরদের নিয়ে একটি স্থানীয় গ্রুপ তৈরি করা হয়েছে। যাঁদের দায়িত্ব ওয়ার্ল্ড কাপ চলাকালীন সমস্ত ভেন্যুর পিচের দেখভাল করা।

মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানানো হয়েছে, টিম ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচের জন্য স্লো পিচ বানানোর নির্দেশ এসেছে। সেই সূত্র জানিয়েছেন, "এটা পুরোপুরি টার্নিং ট্র্যাক হবে না। তবে টিম ইন্ডিয়ার তরফে স্লো পিচ চাওয়া হয়েছে। এই কারণেই আমরা পিচের ঘাস উড়িয়ে দিয়েছি।"

Advertisment

গত কয়েক বছর ধরেই ভারত স্লো পিচে অপ্রতিরোধ্য। এমনকি জানা গিয়েছে, ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়ার তরফে অনুরোধ করা হয়েছিল তাঁদের সমস্ত ম্যাচ যেন স্লো পিচে ফেলা হয়। মঙ্গলবার পিচের কন্ডিশন ভালো করে খতিয়ে দেখেন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। পরে দুজনকেই দেখা যায় গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে। ভারতের অনুশীলন শেষের পর শিশির নিরোধী কেমিকেল স্প্রে করা হবে কিনা, সেটাও তাঁরা জিজ্ঞাসা করেন।

ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে চেজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চার ম্যাচের মাত্র একটিতে দ্বিতীয়বার ব্যাট করা দল জয়ের মুখ দেখেছে। তাও আবার সেটা গ্লেন ম্যাক্সওয়েলের অত্যাশ্চর্য সেই ইনিংস।

ওয়াংখেড়েতে নিয়মিত অনুশীলন করা স্থানীয় ক্রিকেটার রোহিত জানাচ্ছেন, "এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। শেষ চার-পাঁচ দেখে বোঝাই যাচ্ছে না পিচ কেমন হবে। তবে টস এখানে গুরুত্বপূর্ণ হবে না।"

ICC BCCI New Zealand Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team