Advertisment

ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাট হাসি ফোটাল পাকিস্তানের! সেমির জন্য বাবরদের করতে হবে ছোট্ট এই কাজ

আফগানিস্তানের হার খুশিতে ভরিয়ে দিল পাকিস্তানকে

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
pak-aus

অস্ট্রেলিয়ার জয়ে সেমির সম্ভবনা বাড়ল পাকিস্তানের (টুইটার)

গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে পৌঁছে দিল। অজিদের সংগ্রহে আপাতত ১২ পয়েন্ট। নিচের কোনও দলের পক্ষেই অজিদের পয়েন্ট তালিকায় ছোঁয়া সম্ভব নয়। এর অর্থ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল। বাকি কোন দলের কাছে কী কী সুযোগ রয়েছে, দেখে নেওয়া যাক:

Advertisment

আফগানিস্তান (৮ পয়েন্ট, এখনও বাকি ১ ম্যাচ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)

অস্ট্রেলিয়ার কাছে হারের পর আফগানদের সেমিতে পৌঁছনোর স্বপ্ন জোর ধাক্কা খেল। আপাতত নিজেদের শেষ ম্যাচের ফলাফলের পাশাপাশি অন্য ম্যাচের রেজাল্টের জন্যও অপেক্ষা করে থাকতে হবে রশিদ খানদের। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালে ১০ পয়েন্টে ফিনিশ করবে আফগান বাহিনী। যে সংখ্যায় পৌঁছতে পারে পাকিস্তান এবং নিউজিল্যান্ড-ও। তবে সেমিতে পৌঁছনোর সুযোগ রয়েছে এমন তিন দলের মধ্যে আফগানিস্তানের নেট রানরেট সবথেকে খারাপ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে। সেই সঙ্গে আশা করবে, যেন পাকিস্তান এবং নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে হেরে বসে।

পাকিস্তান ইংল্যান্ডের কাছে এবং নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে হারলে শেষ ম্যাচে স্রেফ জয়েই শেষ চারের দরজা পাকা করে ফেলবেন রহমত শাহরা। শেষ ম্যাচে তিন দলই হারলে আফগানিস্তান নেট রানরেট (-০.৩৩৮) কম থাকার কারণে ছিটকে যাবে।

নিউজিল্যান্ড (৮ পয়েন্ট, এখনও বাকি ১ ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে)

পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্কোরবোর্ডে ৪০১ রান তুলেও হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তাঁদের ভাগ্য আপাতত দোদুল্যমান। বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস নিয়ে কিউইরা খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। যদি কিউইরা শেষ ম্যাচে হারে, তাহলে একমাত্র আশা থাকবে যদি পাকিস্তান এবং আফগানিস্তান নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পরাজয় বরণ করে। বৃষ্টিতে কেন উইলিয়ামসনদের ম্যাচ ভেস্তে গেলে এবং পাকিস্তান-আফগানিস্তান শেষ ম্যাচে হারলেও ৯ পয়েন্ট নিয়ে সেমিতে পৌঁছে যাবে ব্ল্যাক ক্যাপসরা। তিন দলই একসঙ্গে হার অথবা জয় পেলে কিউইরা নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে যাবে।

পাকিস্তান (৮ পয়েন্ট, এখনও বাকি ১ ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে)

কলকাতায় শেষ ম্যাচে পাকিস্তান খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের পক্ষে আদর্শ হবে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে এবং আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসলে। সেক্ষেত্রে, শেষ ম্যাচে হতশ্রী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সেমির দরজা খুলে যাবে বাবর আজমদের কাছে। তবে নিউজিল্যান্ড জিতলে এবং আফগানিস্তান হারলে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে ইংরেজদের। নেট রানরেটে ব্ল্যাক ক্যাপসদের থেকে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। বড় মার্জিনে জয় পেতে হবে তাঁদের। নিউজিল্যান্ডের হার-ই আপাতত আদর্শ পাকিস্তানের জন্য। কারণ নেট রানরেটে কিউইদের টপকানো মোটেই সহজ হবে না বাবর আজমদের।

Afghanistan ICC Cricket World Cup Afghanistan Cricket Team Cricket World Cup New Zealand Cricket Team pakistan New Zealand Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment